আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালকে অতিরিক্ত জেলা হাসপাতাল ঘোষণার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব উত্তরবঙ্গের সাতটি হাসপাতালকে আধুনিকীকরণের জন্য প্রায় ১০ কোটি টাকা করা বরাদ্দ করা হচ্ছে বলে জানিয়েছেন। এরমধ্যে আলিপুরদুয়ারও আছে। ওই টাকায় আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে কী কী করা হবে তার তালিকা তৈরি করেছে জেলা স্বাস্থ্য দফতর। আজ, বৃহস্পতিবার জেলাশাসক স্মারকী মহাপাত্রকে তালিকা তুলে দেওয়া হবে। তার পরে তা পাঠানো হবে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে। নানা প্রকল্প নিয়ে প্রায় সাড়ে ৯ কোটি টাকার বাজেট তৈরি হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন সরকার বলেন, “জলপাইগুড়ি গত মঙ্গলবার বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আলিপুরদুয়ার হাসপাতালের অতিরিক্ত জেলা হাসপাতালে উন্নতির জন্য বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে। জেলাশাসকের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের কাছে সাড়ে নয় কোটি টাকার বাজেট পেশ করা হচ্ছে।” স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ১০ শয্যার আইসিসিইউ ইউনিট, সাপে কাটা রোগীদের জন্য ৫ শয্যার ওয়ার্ড, ছয় হাজার বর্গফুটের নতুন ভবনের প্রস্তাব দেওয়া হচ্ছে। প্যাথোলজি সেন্টার এবং অপারেশন থিয়েটারের আধুনিক যন্ত্রপাতি ছাড়াও দুর্ঘটনাগ্রস্থ রোগীদের জন্য ১০ শয্যার ট্রমা সেন্টার তৈরির করার কথা বলা হচ্ছে। পাশাপাশি, পুরুষ এবং মহিলার জন্য আলাদাভাবে ২০ শয্যার বার্ন ইউনিট। কেনা হবে ল্যাপ্রোস্কোপি’র আধুনিক যন্ত্রপাতি। এ ছাড়া চক্ষু বিভাগের জন্য যন্ত্রপাতি এবং আলাদা অপারেশন থিয়েটার তৈরির কথাও বাজেটা রাখা হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর প্রয়োজনীতার কথাও বাজেট প্রস্তাবে রাখা হচ্ছে। |