|
|
|
|
সম্মেলনে বিরোধিতা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিক্ষা প্রতিষ্ঠানকে অচল করার অভিযোগ তুলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির আন্দোলনের বিরোধিতা করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তৃণমূল কর্মচারী সমিতি। বুধবার সাংবাদিক সম্মেলন করে তারা এ ব্যাপারে নিজেদের ক্ষোভের কথা জানান। তাঁদের অভিযোগ, মৃতের পোষ্য বান্টি লামার চাকরি-সহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ৯ নভেম্বর থেকে লাগাতার অবস্থান আন্দোলন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তৃণমূল কর্মচারী সমিতির যুগ্ম সম্পাদক গুরুচরণ রায় বলেন, “ছাত্রছাত্রীদের কথা না ভেবে কিছু স্বার্থান্বেষী মানুষ এ ভাবে আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয় অচল করার চেষ্টা করছেন। তাদের আন্দোলনে ছাত্রছাত্রীরা গ্রন্থাগার ব্যবহার করতে পারছেন না। পরীক্ষার ফল প্রকাশ করতে দেরি হচ্ছে। আমরা এ ধরনের আন্দোলনের প্রতিবাদ করছি।” আগামী ২৯ নভেম্বর কলকাতায় উচ্চ শিক্ষা উপদেষ্টা কমিটির সঙ্গে আলোচনায় অংশ নিতে তাঁরা যাচ্ছেন বলে জানিয়েছেন। অন্য দিকে কর্মচারী সমিতির তরফে জানানো হয়েছে, বান্টি লামার চাকরির দাবি-সহ শেষ কর্ম সমিতির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কার্যকর করার দাবিতে তারা আন্দোলন করছেন। উচ্চ শিক্ষা উপদেষ্টা কমিটির সঙ্গে আলোচনার জন্য তাদের ডাকা হয়েছে। অন্য দিকে ছাত্র সংসদের নির্বাচন, কর্মচারী সমিতির আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক করা-সহ বিভিন্ন দাবিতে এ দিন থেকে কলা বিভাগের সামনে অনশন আন্দোলন শুরু করেছে ছাত্র পরিষদ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, নিষেধাজ্ঞার জেরে এতদিন ছাত্র সংসদের নির্বাচন আটকে ছিল। নিষেধাজ্ঞা ওঠায় সেই প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। আজ, বৃহস্পতিবার অনশনকারীদেরও তারা বিষয়টি জানাবেন। |
|
|
|
|
|