রাজ্যের আর্থিক অনুদানপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে ফের আন্দোলনে নামার হুমকি দিল শিলিগুড়ির বেঙ্গল প্রাইভেট টিউটর্স অ্যাসোসিয়েশন। বুধবার সংগঠনের তরফে জেলা স্কুল পরিদশর্ককে স্মারকলিপি দিয়ে আন্দোলনের নামার হুমকি দেওয়া হয়েছে। সংগঠনের অভিযোগ, এর আগে জেলা স্কুল পরিদর্শককে দু’দফায় বিষয়টি জানানোর পরেই বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা প্রাইভেট টিউশন বন্ধ করছেন না। এমনকী, তাঁরা ২০১২ শিক্ষাবর্ষে পড়ানোর জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে অগ্রিম টাকা নিচ্ছেন বলে অভিযোগ। অবিলম্বে তা বন্ধ করা না হলে রাস্তা নেমে আন্দোলনের হুমকি দিয়েছেন সংগঠনের সদস্যরা। সংগঠনের সভাপতি পল্টন পাত্র বলেন, “গত জুন মাসে দুই দফায় আমরা বিষয়টি জেলা বিদ্যালয় পরিদশর্ককে জানিয়েছিলাম। কিছু শিক্ষক-শিক্ষিকার নাম বিদ্যালয় পরিদর্শক দফতরে জানানো হয়। সম্প্রতি দেখা যাচ্ছে আগামী শিক্ষাবর্ষের পড়ানোর জন্য অগ্রিম নেওয়া শুরু হয়ে গিয়েছে। এটা বন্ধ করতে হবে। নইলে আমরা বড়মাপের আন্দোলন করব।”
|
কলকাতার সাদার্ন সমিতিকে হারিয়ে কিরণ চন্দ্র নৈশ ফুটবলের ফাইনালে উঠল শিলিগুড়ির মহানন্দা স্পোর্টিং ক্লাব। এ দিন ২-০ গোলে তারা সাদার্ন সমিতিকে হারিয়েছে। জয়ী দলের হয়ে গোল করেন দুই নাইজেরিয়ান ফুটবলার।
|
তড়িদাহত হয়ে এক বালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি পুলিশ ফাঁড়ির বিন্নাগুড়িতে। পুলিশ জানায়, মৃতের নাম গোবিন্দ রায় (১২)। তার বাড়ি ওই এলাকাতেই।
|
এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার মধ্য শান্তিনগরে। মৃতার নাম পায়েল দাস (২৩)। পুলিশের ধারণা, অশান্তির জেরে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। |