মিথ্যা অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। এই অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঝালদার। বুধবার সকালে ঝালদা শহরের বাঁধাঘাটের কাছে পুরুলিয়া-রাঁচি সড়ক ৪ ঘণ্টা অবরোধ হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। ওই দিন ঝালদা শহরের হুসেনডি মোড় এলাকায় একটি সাইকেল চুরির ঘটনা ঘটেছিল। সন্ধ্যায় কিছু লোকজন ওই চুরির ঘটনার সাথে হুসেনডি গ্রামের বাসিন্দা সামিউল ওরফে কিসমত খান নামের এক ব্যক্তি জড়িত রয়েছে বলে অভিযোগে তাঁকে মারধর করেন। |
জখম অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পরে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে হুসেনডি গ্রামের কিছু বাসিন্দা ও আহত ব্যক্তির পরিবারের লোকজন মারধরের ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে কিছুক্ষণ পুরুলিয়া-রাঁচি সড়ক অবরোধ করেন। পরে আহত যুবকের বাবা আজাদ খান থানায় অভিযোগ করেন। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি বলে পুলিশ জানিয়েছে। ওই দিন রাতেই ঝালদার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজেশ বাল্মিকী, অমিত সেন ও বিকাশ স্বর্ণকার নামের তিন যুবককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করে। তাদের পুরুলিয়া আদালতে তোলা হলে ১৪ দিন জেলহাজত হয়। এ দিন অবরোধকারীরা অভিযোগ করেন, পুলিশ ঘটনার তদন্ত না করেই ওই তিনজনকে ধরেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত করেই তাদের ধরা হয়েছে। |