তিনটি অপটিক্যাল কেব্ল কেটে যাওয়ায় ১২ ঘণ্টার বেশি দুই জেলায় বিএসএনএল পরিষেবা প্রায় ভেঙে পড়ল। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত বাঁকুড়া ও পুরুলিয়া জেলাজুড়ে বিএসএনএলের মোবাইল ও ল্যান্ড ফোনের পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়ে। এরফলে সাধারণ মানুষ থেকে পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরাও সমস্যায় পড়েন। বিএসএনএলের বাঁকুড়ার জেনারেল ম্যানেজার শ্রী শ্যামবাবু বলেন, “বড়জোড়ায় সোমবার গভীর রাতে তিনটি অপটিক্যাল কেবল কেটে গিয়েছিল। তার জেরেই টেলি পরিষেবা ব্যাহত হয়। দ্রুততার সঙ্গে তা মেরামতির কাজ করা হচ্ছে।” তিনি জানান, কেবল কেটে যাওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে। সোমবার ওই কেবল কাটলেও সমস্যা টের পাওয়া যায় মঙ্গলবার দুপুরের পর থেকে। বাসিন্দারা জানিয়েছেন, সন্ধ্যায় বিএসএনওএলের মোবাইলে ফোন করা যায়নি। ফোনও আসেনি। এরফলে অনেকে জরুরি প্রয়োজনে ফোন করতে না পেরে সমস্যায় পড়েন। বুধবার সকাল পর্যন্ত টানা এই সমস্যা চলে। বাঁকুড়ার জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি বলেন, “ফোন লাইন এত দীর্ঘ সময় ধরে বসে যাওয়ায় খুবই সমস্যা পড়ে গিয়েছিলাম। ব্লক অফিসগুলির সঙঅগে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। জরুরি ফ্যাক্সও করা যায়নি।” পুলিশ প্রশাসনের কাজেও ব্যাঘাত ঘটে। বাঁকুড়ার এসপি প্রণব কুমার বলেন, “দীর্ঘ সময় ধরে বিএসএনএলের পরিষেবা বন্ধ থাকায় সমস্যা হয়েছিল।” পুরুলিয়া জেলাতে মাঝেমধ্যেই বিএসএনএলের পরিষেবা ব্যাহত হয় বলে অভিযোগ ছিলই। তার উপরে মঙ্গল ও বুধবার একটানা পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ আরও ছড়িয়েছে। বিএসএনএলের পুরুলিয়া জেলা টেলিকম আধিকারিক সোমনাথ রক্ষিত বলেন, “বড়জোড়ার ওই সমস্যার জেরে এই জেলাতেও আমাদের টেলি পরিষেবা ব্যাহত হয়।” |