হাসপাতালের লকআপে ভর্তি থাকা এক আসামি শৌচাগারের জানলা গলে পালাল। বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া মেডিক্যালে। পুলিশ জানিয়েছে, ওই আসামির নাম রবি পাশোয়ান ওরফে রবি বাউরি। আদ্রার পাঁচুডাঙায় তার বাড়ি। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মোটরবাইক ছিনতাইয়ের অভিযোগ আছে। হাসপাতালের দোতলার লকআপে চার জন পুলিশকর্মী ছিলেন। সকাল ন’টা নাগাদ রবি শৌচাগারে যান। তাঁকে নিয়ে যান ওই পুলিশকর্মীরা। শৌচাগারে প্রায় তিন ফুট চওড়া ও চার ফুট লম্বা গরাদ বিহীন একটি জানলা রয়েছে। পুলিশ কর্মীদের কথায়, রবি আচমকাই ওই জানলা দিয়ে লাফ দেয়। এ দিন সন্ধ্যা পর্যন্ত রবির হদিশ পুলিশ পায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসে পাঞ্চেত থানার পুলিশ তাকে গ্রেফতার করেছিল। অক্টোবর মাসে রঘুনাথপুর থানার পুলিশ ধানবাদ থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে আসে। সোমবার রঘুনাথপুর আদালত থেকে পুরুলিয়া জেলা সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় তাদের প্রিজন ভ্যানে শাঁকা রেলগেটের কাছে একটি ট্রাকের সংঘর্ষ হয়। রবি জানায়, তার মাথায় চোট লেগেছে। প্রথমে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার বিকেলে তাকে বাঁকুড়া মেডিক্যালে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাঁকুড়ার এসপি প্রণব কুমার বলেন, “হাসপাতাল থেকে পালানো রবি পাসোয়ানের খোঁজ করা হচ্ছে। সেখানে পাহারায় থাকা পুলিশ কর্মীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে হাসপাতালে কয়েদিদের শৌচাগারের জানালায় গরাদ না থাকা নিয়েও পুলিশ কর্মীদের একাংশ প্রশ্ন তুলেছেন। এ প্রসঙ্গে হাসপাতাল সুপার পঞ্চানন কুণ্ডু বলেন, “দ্রুত ওই জানলায় গরাদ বসানোর ব্যবস্থা করা হবে।” |