দুই বাংলার অনূর্ধ্ব ১৭ ক্রিকেট দলের মধ্যে দু-দিনের প্রীতি ক্রিকেট ম্যাচ বুধবার বহরমপুর স্টেডিয়ামে শুরু হল। শুরুতেই টসে জিতে বাংলাদেশ ব্যাট করে ৬ উইকেটে ২৬২ রানে তোলে। পরে ব্যাট করতে নেমে বাংলা একাদশ প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত বিনা উইকেটে ১৪ রান তুলেছে। বাংলার শুভজিৎ দাস ১৩ এবং অভিজিৎ সিংহ ১ রানে অপরাজিত রয়েছেন। |
বাংলাদেশের নবীন ইসলাম ১৪, জয়রাজ শেখ ৩৬, ফয়জাল ইমরান ৫, আরিফ ইসলাম ২৯ রান করলেও অধিনায়ক মেহেদি হাসান সর্বোচ্চ ৭১ রান করেন। ১৪২ বল খেলে ওই রান তুলতে তিনি ৬টি চার মারেন। এছাড়াও কামরান আমির ৪০ এবং শাহনুর রহমান ৫২ রানে অপরাজিত থাকেন।৮০.২ ওভারে ওই রান তোলে বাংলাদেশ। বাংলা একাদশের পক্ষে আনন্দ বিজয় সিং ৩০ রানে ২ উইকেট ,রক্তিম বোস ৪৫/২ এবং শ্রেয়ান চক্রবর্তী ৫১/২ উইকেট নিয়েছে। বাংলাদেশের অনুর্ধ্ব ১৭ জাতীয় দলের অধিনায়ক মেহেদি হাসান বলেন, “চতুর্থ ইনিংসে ব্যাট করতে চাইনি বলেই টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিই। শুরুতেই পিচ শুকনো ছিল। খেলা গড়ানোর সঙ্গে পিচে টার্ন নিচ্ছে। চতুর্থ ইনিংসে ব্যাট করা কষ্টকর হবে।” গত ১২ নভেম্বর ক্রিকেট ম্যাচের মধ্যে দিয়ে দুই বাংলার মধ্যে ‘সৌভ্রাতৃত্ব’ গড়ে তোলার উদ্দেশ্যেই বাংলাদেশের অনূর্ধ্ব ১৭ জাতীয় ক্রিকেট দল কলকাতায় এসে পৌঁছয়। কলকাতা, নদিয়া, হুগলিতে ম্যাচ খেলে তারা বহরমপুরে এসে পৌঁছায়। এর পরে বীরভূমের সিউড়িতে আগামী ২৬-২৭ নভেম্বর দু-দিনের ম্যাচ খেলবে তারা। |