টুকরো খবর |
‘এসটি’ স্বীকৃতি দাবি কুর্মিদের
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
পরাধীন ভারতে কুর্মি বা মাহাতোরা তফসিলি উপজাতিভুক্ত ছিলেন। দেশের স্বাধীনতাপ্রাপ্তির ১৬ বছর আগেই তফসিলি উপজাতির তালিকা থেকে কুর্মিদের বাদ দেওয়া হয়। ‘আদিবাসী’ স্বীকৃতি আদায়ের লক্ষ্যে সরকার ও প্রশাসনিক মহলে লাগাতার দাবি জানিয়ে আসছেন কুর্মি-সমাজের প্রতিনিধিরা। এই দাবিতে বিভিন্ন সময় সভা-সমাবেশ ও কনভেনশনও করেছে কুর্মি সংগঠনগুলি। বর্তমানে কুর্মিরা ওবিসি (আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস) সম্প্রদায়ভুক্ত। কিন্তু অতীতে কুর্মিরা যে ‘আদিবাসী’ শ্রেণিভুক্ত ছিল তা তথ্য-প্রমাণ সহযোগে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে পেশ করেছেন কুর্মি সমাজের প্রতিনিধিরা। সোমবার কুর্মিসমাজের প্রতিনিধি উপাংশু মাহাতো, বীরেন মাহাতোরা এই সংক্রান্ত তথ্যপ্রমাণ রাজ্য ওবিসি কমিশনের কাছে পেশ করেছেন। উপাংশুবাবুদের দাবি, ১৯১৩ সালে তৎকালীন ভারত সরকারের উপজাতি-সংক্রান্ত গেজেট অনুযায়ী, সাঁওতালদের পাশাপাশি কুর্মিরাও আদিবাসী শ্রেণিভুক্ত ছিল। ১৯৩১ সালে জনগণনার সময় কুর্মিদের তফসিলি পজাতি তালিকা থেকে বাদ দেওয়া হয়। স্বাধীনতার পর ১৯৬১ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকারের তরফে ছোটনাগপুর এলাকা-সংক্রান্ত এক সমীক্ষাপত্রে সাঁওতাল, মুন্ডা, হো, ওঁরাও সম্প্রদায়ের পাশাপাশি কুর্মিদেরও ‘আদিবাসী’ বলে উল্লেখ করা হয়েছিল। উপাংশুবাবুদের আরও দাবি, অতীতে কংগ্রেস সাংসদ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন কেন্দ্রীয় কল্যাণমন্ত্রী সীতারাম কেশরিকে চিঠি দিয়ে কুর্মিদের আদিবাসী শ্রেণিভুক্ত করার ব্যাপারে সওয়াল করেছিলেন। এই সমস্ত তথ্য-প্রমাণের প্রতিলিপি ওবিসি কমিশনকে সোমবার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাংশুবাবু। |
সাতমাইলে চুরি ব্যাঙ্কে
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পিছনের দরজা ভেঙে বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সাতমাইল শাখায় চুরি করল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতের অন্ধকারে ব্যাঙ্কের লকার রুমের কোলপসিবল গেট, দরজা, তালা ভেঙে ভেতরে ঢোকে তারা। তারপর ১৪টি লকার ভেঙে গ্রাহকদের কাগজপত্র, মূল্যবান জিনিস নিয়ে পালায়। সাতমাইলে ওই ব্যাঙ্কের দোতলা বাড়ির নিচের তলায় ছিল লকার রুম। সেখানে মোট ১৬৮টি লকার রয়েছে। এর মধ্যে ১৪টি লকার ভেঙে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। নৈশপ্রহরী ছিল না বলে রাতে কিছু জানা যায়নি। বুধবার সকালে ব্যাঙ্কের এক অস্থায়ী কর্মীর নজরে প্রথমে আসে বিষয়টি। খবর ছড়িয়ে পড়তেই ব্যাঙ্কের সামনে ভিড় জমাতে শুরু করেন গ্রাহকেরা। সবর্স্বান্ত হয়ে যাওয়ার আশঙ্কায় অনেকে চিৎকার-চেঁচামেচি-কান্নাকাটি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাঙ্কের চেয়ারম্যান তথা এগরার বিধায়ক সমরেশ দাস, দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ কর্মী আধিকারিকেরা আসেন। সমরেশবাবু যাঁদের লকার ভেঙেছে, তাঁদের নামের তালিকা প্রকাশ করে আলোচনায় বসার আশ্বাস দেন গ্রাহকদের। ঘটনার তদন্তে আসে কাঁথি থানার পুলিশও। ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার অনুপকুমার দাস জানান, এই কেন্দ্রীয় সমবায়ের অনেকগুলি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরে। ফলে প্রতিটি শাখা অফিসে দিনের বেলা একজন নিরাপত্তারক্ষী থাকলেও রাতে নৈশপ্রহরীর বন্দোবস্ত করা সম্ভব হয়নি। সেই সুযোগই নিয়েছে দুষ্কৃতীরা। কাঁথি থানার পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে। |
হলদিয়ার সেই পড়ুয়ারা শঙ্কিত ভবিষ্যৎ নিয়ে
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের সংস্থা ‘আইকেয়ার’ পরিচালিত হলদিয়ার বি সি রায় মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল হওয়ার সম্ভাবনায় ছাত্রছাত্রীরা উদ্বিগ্ন, শঙ্কিত। জয়েন্ট-এন্ট্রাসে উত্তীর্ণ হয়ে নয়, ম্যানেজমেন্ট কোটায় মোটা টাকা দিয়ে যে ৮৮ জন ছাত্রছাত্রী আপাতত এই মেডিক্যাল কলেজে পড়ছেন, তাঁরা ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে। কলকাতার বালিগঞ্জের সৃজন দে ওই ৮৮ ছাত্রছাত্রীর অন্যতম। বুধবার সৃজন বলেন, “আমি বুঝতে পারছি না, ঠিক কী হচ্ছে। আজও তো ক্লাস হয়েছে। কী হবে জানি না।” নাগাল্যান্ড থেকে আঙকাতো ইয়াত্থোমি হলদিয়ায় ডাক্তারি পড়তে এসেছেন। অনুমোদন চূড়ান্ত ভাবেই বাতিল হচ্ছে কি না, তিনিও বুঝে উঠতে পারছেন না। ইয়াত্থোমি বলেন, “যদি এ রকম হয় তা হলে সমস্যা তো হবেই। বছরটাই না নষ্ট হয়।” তাঁর আর্জি, “রাজ্য সরকার আমাদের বিষয়টি নিয়ে ভাবলে ভাল হয়।” কলেজ কর্তৃপক্ষ এখনও তাঁদের আশ্বাস দিয়ে চলেছেন বলে জানিয়েছেন সৃজনরা। হলদিয়ায় বামফ্রন্টের এক সমাবেশে হাজির লক্ষ্মণবাবু সোমবারও আশা প্রকাশ করেছিলেন, “সমস্যা হবে না বলেই মনে হচ্ছে।” কিন্তু বুধবার হলদিয়ায় কলেজ কর্তৃপক্ষের কেউ মুখ খুলতেই চাননি। |
সিপিএম কর্মী-সহ সাত জনের জেল
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বাড়িতে অযাচিত প্রবেশ ও শ্লীলতাহানির দায়ে এক সিপিএম কর্মী তথা গ্রাম কমিটির সম্পাদক-সহ ৭ জনের জরিমানা ও কারাদণ্ডের নির্দেশ দিল হলদিয়া মহকুমা আদালত। মামলাটি ন’বছর আগের। ২০০২ সালের ৫ জুন ভবানীপুর থানার রঘুনাথচক গ্রামে সিপিএম কর্মী তথা গ্রাম কমিটির সম্পাদক প্রদ্যুৎ বোয়াল তাঁর ছয় সঙ্গীর বিরুদ্ধে স্থানীয় বধূ আরতি পাত্রের বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ ওঠে। এ দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পবিত্র কুমার সেন সকলকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। |
জয়ী টিএমসিপি
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বুধবার ঝাড়গ্রাম আইটিআই-এর ছাত্র সংসদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা দখল করল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। ছাত্র সংসদের ১৯টি আসনের একটিতেও প্রার্থী দেয়নি অন্য কোনও ছাত্র সংগঠন। বুধবার বিকেলে ঝাড়গ্রাম শহরে বিজয় মিছিল বার করে টিএমসিপি। আইটিআইয়ের ছাত্র সংসদের ক্ষমতায় আগে ছিল এসএফআই-এআইএসএফ জোট। গত দু’বছর ছাত্রসংসদের নির্বাচন হয়নি। বামপন্থী ছাত্র সংগঠনগুলির অভিযোগ, টিএমসিপি’র সন্ত্রাসে এ বার তাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতেই পারেননি। অভিযোগ অস্বীকার করেছে টিএসিপি। |
পুলিশ হেফাজতে সেই বাবলু মাহাতো
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
পুলিশের কাছে ধরা দেওয়া জনগণের কমিটির নেতা প্রণব ওরফে বাবলু মাহাতোকে বুধবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হয়। মাস দু’য়েক আগে ভাঙচুর, লুঠ-অগ্নিসংযোগের একটি মামলায় এ দিন বাবলুকে ৩ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। গত অগস্টে ঝাড়গ্রামের ধাংড়ি গ্রামে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মিশ্র খুনের ঘটনাতেও বাবলু অভিযুক্ত। তবে এ দিন ওই মামলায় তাঁকে যুক্ত করে আদালতে পাঠানো হয়নি। পুলিশ সূত্রের বক্তব্য, রবীন্দ্রনাথ মিশ্র খুনের মামলাটি তদন্ত করছে সিআইডি। সিআইডি সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনাথ হত্যাকাণ্ডে বাবলুর যুক্ত থাকার বিষয়টি পরবর্তী সময়ে আদালতে জানিয়ে অভিযুক্তকে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।
|
দুর্ঘটনায় মৃত্যু চালকের, জখম তিন
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ট্রাকের সঙ্গে ধাক্কায় মৃত্যু হল গাড়ি চালকের। জখম হয়েছেন আরও চার জন। বুধবার দুপুরে ঘাটাল থানার জলসরায় ঘাটাল-চন্দ্রকোনা সড়কে এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দমকল এবং পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। মৃত গাড়িচালক বাপি বাগের (৩৮) বাড়ি পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ে। পুলিশ জানিয়েছে, সিমেন্ট বোঝাই ঘাটালগামী ট্রাকের সঙ্গে ক্ষীরপাইগামী গাড়ির ধাক্কা লাগে। ট্রাকটি এরপরে রাস্তার পাশে একটি বাড়ি ও গরুকে ধাক্কা মেরে উল্টে যায়। ওই বাড়িতে কেউ ছিল না। গাড়ি ও ট্রাকের চালক, খালাসিকে গুরুতর জখম অবস্থায় ঘাটাল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই মৃত্যু হয় বাপির। আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
|
জমি বিলি |
রামনগর-২ ব্লকের দুঃস্থ ও ভূমিহীন পরিবারের মধ্যে মঙ্গলবার ৮৫ ডেসিমল জমি বিলি করা হয়। রামনগর-২ ব্লক উন্নয়ন আধিকারিক সুকান্ত সাহা জানান, চাষ ও বসবাস প্রকল্পে ব্লকের ৯ দুঃস্থ ও ভূমিহীন পরিবারকে জমি দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন রামনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি কমলকান্ত বেরা, সহ সভাপতি অরুণ দাস, ভূমি কর্মাধ্যক্ষ মানস দাস-সহ বিশিষ্টেরা। |
নতুন ব্যবস্থা |
কর্মীদের উপস্থিতি নিয়ে নজরদারি চালাতে ‘অ্যাটেন্ডেন্স ভেন্ডার মেশিন’ চালু করল হলদিয়া উন্নয়ন পর্ষদ। মঙ্গলবার হলদিয়া উন্নয়ন পর্ষদের ভবনে সাংবাদিক বৈঠকে এই ব্যবস্থা চালু করে সিইও পি উলাগানাথন জানান, এ বার থেকে ই-মেলের মাধ্যমে টেন্ডার ব্যবস্থাও চালু হল। তিনি জানান, সম্প্রতি হলদিয়া উন্নয়ন পর্ষদ আইএসও সার্টিফিকেটও পেয়েছে। |
স্মারকলিপি |
তৃণমূল ও মাও-সন্ত্রাসের প্রতিবাদে ও সারের কালোবাজারি বন্ধ, আলু, ধানের দাম বৃদ্ধি-সহ একাধিক দাবিতে বুধবার ঘাটাল শহরে মিছিল করল কংগ্রেস। ঘাটালের মহকুমাশাসকের কাছে স্মারকলিপিও দেয় তারা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা স্বপন দুবে, জগন্নাথ গোস্বামী প্রমুখ। |
|