চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গ্রুপ থেকে নক আউট পর্বে ওঠা একটি মাত্র বাকি থাকতেও নিশ্চিত করতে পারল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ম্যাঞ্চেস্টার সিটি। সিটি ও ইউনাইটেড প্রিমিয়ার লিগে যতই প্রথম দু’টো স্থানে থাকুক, গত রাতে ইউরোপিয়ান লিগে হতাশ করেছে। গ্রুপ ‘এ’-তে ম্যাঞ্চেস্টার সিটি কাভানি-র জোড়া গোলে ১-২ হেরে গেছে নাপোলির কাছে। যারা ম্যাঞ্চেস্টারে গিয়েও আটকে দিয়েছিল সিটি-কে। ফিরতি ম্যাচে বালোতেল্লি সমতা ফেরালেও শেষরক্ষা হয়নি মানচিনি-র দলের। সিটি ম্যানেজার স্বীকার করেছেন, “দুটো বোকার মতো গোল খেয়ে আমাদের টিমের এখন নক আউটে ওঠার সম্ভাবনা কমে মাত্র তিরিশ শতাংশে দাঁড়িয়েছে।” এই গ্রুপে বায়ার্ন মিউনিখ রিবেরির দু’টি এবং গোমেজের গোলে ৩-১ ভিলারিয়াল-কে হারানোয় জার্মান সুপারপাওয়ার-ই পয়েন্ট তালিকায় (৫ ম্যাচে ১৩) শীর্ষে। নাপোলি (৮) এক পয়েন্ট বেশি পেয়ে ম্যাঞ্চেস্টার সিটি-কে (৭) তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে। অন্য দিকে, গ্রুপ ‘সি’-তে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ওল্ড ট্র্যাফোর্ডে ২-২ ড্র করেছে বেনফিকা-র সঙ্গে। ৩ মিনিটের মধ্যে জোন্সের আত্মঘাতী গোলের ধাক্কা সামলে ম্যান ইউয়ের বার্বেতোভ এবং ফ্লেচার গোল করলেও দলকে জেতাতে পারেননি। |
বেনফিকার দ্বিতীয় গোল আইমারের। যারা ৫ ম্যাচে ৯ পয়েন্টে গ্রুপে এক নম্বরে। অ্যালেক্স ফার্গুসনের ম্যান ইউ-য়েরও ৯ পয়েন্ট। তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে। কিন্তু তার চেয়েও আশঙ্কার, রুনিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাসেল (৮)। যারা এ দিন বুখারেস্টে ওটেলুল গালাতিকে ৩-২ হারানোয় এখন শেষ ম্যাচের উপরই ম্যান ইউয়ের নক আউটে ওঠা নির্ভর করছে। ‘ডি’ গ্রুপ থেকে আগেই শেষ ষোলোয় উঠে যাওয়া রিয়াল মাদ্রিদের জয়ধারা অব্যাহত। জাগ্রেব-কে ৬-২ গোলে চুরমার করে মোরিনহোর দল টানা পাঁচ ম্যাচ জিতল। বেঞ্জিমা ও কালেজন-এর দু’টো করে গোলের পাশাপাশি ইগুয়াইন এবং ওজিল বাকি গোল করেন। লিয়ঁ-র সঙ্গে গোলশূন্য ড্র করে এই গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা আয়াখস-এরও (৮) নক আউটে ওঠা প্রায় নিশ্চিত। গ্রুপ ‘বি’-তে ইন্টার মিলান ১-১ গোলে ট্রাবনস্পর-এর কাছে আটকে গেলেও ৫ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে শীর্ষে থাকা নিশ্চিত করল। |