টুকরো খবর
সরকারের সঙ্গে এ বার অ্যাকাডেমি ভাইচুংয়ের
মহাকরণে ভাইচুং। ছবি: সুদীপ আচার্য।
শিলিগুড়িতে আন্তর্জাতিক অ্যাকাডেমি করার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি করছেন ভাইচুং ভুটিয়া। প্রথমে ভাবা হয়েছিল, অ্যাকাডেমি হবে কলকাতায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরে ঠিক করেন অ্যাকাডেমি হবে শিলিগুড়িতে। শ্যাম থাপার মতো অনেকে আগ্রহী ছিলেন। কিন্তু রাজ্য সরকার ভাইচুংয়ের সঙ্গে চুক্তি করছে। ডিসেম্বরের মধ্যেই প্রাথমিক কাজ শুরু হবে। বুধবার এ ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের সঙ্গে কথা বলতে মহাকরণে এসেছিলেন ভাইচুং। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে অ্যাকাডেমি হচ্ছে। নেওয়া হবে বিদেশি বিনিয়োগ। সরকার জমি দেবে। পরিকাঠামোগত সাহায্যও দেবে। ভাইচুং বলেন, “চার পাঁচ বছর সময় দিন আমায়। কথা দিচ্ছি শুধু ভারত নয়, এশিয়ার অন্যতম সেরা অ্যাকাডেমি করে দেব। যদি করতে না পারি, আমার কাছে কৈফিয়ত চাইবেন।” তিনটি মাঠ, জিম, সুইমিং পুল, হস্টেল হবে সেখানে। মন্ত্রী জানান, এ বার আই লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা হবে দার্জিলিং, শিলিগুড়িতে। যুবভারতীতে লোডশেডিংয়ের জন্য এখন কলকাতায় ফ্লাডলাইটের খেলা বন্ধ। এটা কি ভারতীয় ফুটবলে বড় বিপর্যয়? ভাইচুং বললেন, “তা তো নিশ্চয়ই। আশা করি, রাতে খেলা আবার ফিরে আসবে। মন্ত্রী নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন।”

নাদালকে গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালে ফেডেরার
মহাম্যাচের পর ফেডেরার।
এক বছর পরে রাফায়েল নাদালকে হারালেন রজার ফেডেরার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপের যুদ্ধে ফেডেরার শেষ সেটে নাদালকে একটিও গেম না দিয়ে জিতেছেন ৬-৩, ৬-০। গত বারের চ্যাম্পিয়ন ফেডেরার সেমিফাইনালেও উঠলেন। বিশ্ব ডাবলসে লিয়েন্ডার-মহেশ জুটি ৭-৫, ৬-৩ যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন মেলজার-পেশনারকে হারিয়ে শেষ চারে ওঠার আশা জিইয়ে রাখলেন। প্রথম ম্যাচ লি-হেশ হারেন। লন্ডনেই গত ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে ফেডেরার শেষ বার হারিয়েছিলেন নাদালকে। তার পরে এ বছর ফরাসি ওপেন ফাইনাল ছাড়াও মাদ্রিদ ও মিয়ামি মাস্টার্স সেমিফাইনালে টানা তিন বার হারেন ফেডেরার। সব মিলিয়েও টেনিস ইতিহাসের অন্যতম সেরা এই প্রতিদ্বন্দ্বিতায় নাদাল এগিয়ে ১৭-৯। কিন্তু কোনও দিন ইন্ডোর সারফেসে তিনি ফেডেরারের বিরুদ্ধে জেতেননি। গত রাতের পরে সেখানে ফেডেরার এগিয়ে গেলেন ৪-০। জেতার পরে ফেডেরার বলেছেন, “আমি সব সময় জানি যে, রাফাকে হারাতে পারি। কিন্তু সব সময় সেটা ঘটে না, কারণ ও-ও বিরাট প্লেয়ার। তবে যত বেশি দ্রুত সারফেসে আমাদের মধ্যে লড়াই হয়, ততই আমি বেশি সুবিধে পাই। ইন্ডোর কোর্টে আরওই দ্রুত ম্যাচটা আমার পক্ষে চলে আসে। হতে পারে রাফা এই ম্যাচে নিজের সেরা টেনিসটা খেলেনি। তবে দ্বিতীয় সেটে ওকে একটাও গেম জিততে দিইনি ভেবে দারুণ লাগছে। আগাগোড়া দুর্দান্ত একটা ম্যাচ খেলেছি আমি।”

রাজ্য দেহসৌষ্ঠব জানুয়ারিতে
আগামী জানুয়ারি মাসে রাজ্য দেহসৌষ্ঠব প্রতিযোগিতার আসর বসছে শিলিগুড়িতে। ২১-২৩ জানুয়ারি দাদাভাই ক্লাবে ওই প্রতিযোগিতা হবে। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এ কথা জানান, আয়োজনক কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক শঙ্কর মালাকার। উদ্যোক্তারা জানান, প্রতিযোগী এবং কোচ, দলের ম্যানেজার মিলিয়ে প্রতিটি জেলা থেকে ২০ জন করে আসবেন। তা ছাড়া রাজ্য এবং জাতীয়স্তরের বিচারক এবং অফিসিয়াল মিলিয়ে আরও ১০০ জন থাকবেন। তাদের থাকা খাওয়ার সমস্ত আয়োজন করা হবে। অন্য দিকে উত্তরবঙ্গ দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় জেলার কৃতীদের এ দিন দার্জিলিং জেলা বডি বিল্ডিং এবং ফিটনেস অ্যাসোসিয়েশনের তরফে সংবর্ধনা দেওয়া হয়। মালবাজারে গত ২০ নভেম্বর ওই প্রতিযোগিতায় জেলার ১০ জন পদক জিতেছেন। তারা মধ্যে ৭৫ কিলোগ্রাম বিভাগে প্রথম হয়েছেন স্বপন মৈত্র, ৭০ কিলোগ্রাম বিভাগে সেরা সবুজ বসু, ৬০ কিলোগ্রাম বিভাগে প্রথম হয়েছেন রানা সরকার। ওই বিভাগে দ্বিতীয় সুকান্ত দেবনাথ, ৭৫ কিলোগ্রাম বিভাগে দ্বিতীয় সুজিত রায়। বলরাম মণ্ডল ৫৫ কিলোগ্রাম বিভাগে চতুর্থ এবং মহম্মদ ওয়াসিম ওই বিভাগেই পঞ্চম হয়েছেন। ৬৫ কিলোগ্রাম বিভাগে তৃতীয় এবং চতুর্থ হয়েছেন রাজু গুপ্তা এবং বিধান রায়।

পলি উমরিগড় ট্রফি পাচ্ছেন দ্রাবিড়
বর্ষসেরা ভারতীয় ক্রিকেটারের সম্মান, পলি উমরিগড় ট্রফি পেতে চলেছেন রাহুল দ্রাবিড়। ১০ ডিসেম্বর চেন্নাইয়ে ভারতীয় বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হবে ট্রফি এবং পাঁচ লাখ টাকা। ৩৮ বছরের দ্রাবিড় ২০১০-’১১ মরসুমে ১৫ টেস্টে ১২৫৮ রান করেছেন চলতি মুম্বই টেস্টের আগে পর্যন্ত। গড় ৫৩। ছ’টা সেঞ্চুরি। বর্ষসেরা মেয়ে ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী। মরসুমে আটটা ম্যাচে ঝুলন ২১ উইকেট পেয়েছেন।

আবেদন নাকচ হল বাটদের
গড়াপেটা কাণ্ডে অভিযুক্ত সলমন বাট এবং মহম্মদ আমেরের শাস্তির মেয়াদ কমানোর আবেদন নাকচ করে দিলেন লন্ডনের মুখ্য বিচারপতি। তিনি জানিয়েছেন, দোষের যোগ্য শাস্তিই পেয়েছেন দুই পাক ক্রিকেটার। তাই শাস্তির মেয়াদ কমানোর কোনও প্রশ্ন ওঠে না। এ দিকে, স্পট-ফিক্সিং কাণ্ডে জেল হওয়া মহম্মদ আসিফও এ দিন শাস্তির বিরুদ্ধে আবেদন করলেন। লন্ডনের আইন অনুযায়ী এক বছরের জেল এবং আর্থিক জরিমানা হয়েছে আসিফের।

জিতল পাকিস্তান
শ্রীলঙ্কাকে পঞ্চম একদিনের ম্যাচে তিন উইকেটে হারিয়ে পাকিস্তান একদিনের সিরিজ ৪-১ জিতল। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ৯ উইকেটে ২১৮। কুমার সঙ্গকারা (৭৮) এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ (৬১) দলকে টানেন। ৩৪ রানে ৪ উইকেট পান সোহেল তনবীর। জবাবে পাকিস্তান জয়ের রান তোলে ৭ উইকেটে। সফল মিসবা উল হক (৬৬) ও উমর আকমল (৬১ নট আউট)।

আকাশের রুপো
দিল্লির গাঁধী ধামে সেন্ট্রাল জোনাল টেবল টেনিস প্রতিযোগিতায় ক্যাডেট বিভাগে রুপো জিতলেন শিলিগুড়ির আকাশ নাথ। ফাইনালে তিনি মানব ঠক্করের কাছে ৪-১ গেমে হেরে যান। সেমিফাইনালে মানবের কাছেই শিলিগুড়ির জিদান কুমার গগৈ ৩-০ গেমে হেরেছেন। একটি ব্রোঞ্জ এসেছে উত্তরবঙ্গের ঝুলিতে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.