লোকপাল বিল এলেও আন্দোলন, হুমকি অণ্ণার
শুরু করেছে সংসদের চলতি অধিবেশনেই কেন্দ্র লোকপাল বিল পাশ করানোর তোড়জোর। অণ্ণা হজারে কিন্তু তা-ও ফের আন্দোলনে বসার প্রস্তুতি নিচ্ছেন।
সংসদের চলতি অধিবেশনেই ‘কড়া’ লোকপাল বিল পাশ করাতে চায় কেন্দ্র। এই মর্মে একটি চিঠি গত কাল অণ্ণাকে পাঠানোও হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে। কিন্তু টিম-অণ্ণার আশঙ্কা, ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদীয় স্থায়ী কমিটি যে রিপোর্ট সংসদে পেশ করবে, তাতে অণ্ণার অনেক দাবিই মানা হবে না। সেই রিপোর্টের ভিত্তিতেই লোকপাল বিল পাশ হবে। তাই আগেভাগেই লিখিত বিবৃতি জারি করে টিম-অণ্ণা জানিয়েছে, নতুন করে আন্দোলনে যাচ্ছে তারা।
কংগ্রেস অবশ্য অণ্ণার হুমকিকে পরোয়া করছে না। কারণ, সামনে যে সব রাজ্যে নির্বাচন, তার সিংহভাগই বিরোধীদের দখলে। অণ্ণা রাজ্যে রাজ্যে প্রচার করলেও, ওই সব দলের বিরুদ্ধেই বলতে হবে। আইনমন্ত্রী সলমন খুরশিদ ঘনিষ্ঠ মহলে বলেছেন, “অণ্ণা ফের আন্দোলন করবেন, তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু হাইকমান্ডের নির্দেশ, অণ্ণা যা-ই করুন, তাতে পরোয়া করার দরকার নেই।”
কংগ্রেসের অন্দরে ধারণা, অণ্ণাকে উস্কে দেওয়ার পিছনে বিজেপির কৌশল রয়েছে। দিগ্বিজয় সিংহের মতো নেতারা বলছেন, অণ্ণার পিছনে বিজেপি ও আরএসএসের মদত রয়েছে। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে অণ্ণার বিলের আদলে একটি বিলও পাশ হয়েছে। কিন্তু অণ্ণা ফের আন্দোলনে বসলে লোকসানও আছে বিজেপির। দলের এক শীর্ষ নেতার কথায়, দু’মাস আগে জাতীয় স্তরে রাজনীতিটা কংগ্রেস বনাম অণ্ণায় পর্যবসিত হয়েছিল। কিন্তু লালকৃষ্ণ আডবাণী টানা দেড় মাস রথযাত্রা করে কংগ্রেস বিরোধিতার জায়গাটি ফের ছিনিয়ে নিতে পেরেছেন। অণ্ণা যদি ফের আন্দোলনে বসেন, তা হলে কংগ্রেস বিরোধিতার আসনটি ফের তাঁর দখলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে অণ্ণার সব দাবি যে মানা সম্ভব নয়, বিজেপি নেতারা তা প্রশান্ত ভূষণ-অরবিন্দ কেজরিওয়াল-কিরণ বেদীদের বোঝানোর চেষ্টা করছেন। কালই টিম-অণ্ণার সদস্যরা অরুণ জেটলি ও সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন। পরে জেটলি বলেন, “সংসদীয় স্থায়ী কমিটি কী রিপোর্ট দেয়, তা দেখে আমাদের অবস্থান স্পষ্ট করব।”
সম্প্রতি মদ ছাড়াতে গাছে বেঁধে পেটানোর পক্ষে সওয়াল করেন অণ্ণা। কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি এবং বাম নেতা গুরুদাস দাশগুপ্ত এই মন্তব্যকে ‘তালিবানি’ অ্যাখ্যা দেন। টিম-অণ্ণার সদস্যরা অনেক দিনই তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। তৃণমূল সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় দীনেশ ত্রিবেদীকে বিষয়টি দেখার পরামর্শ দিয়েছেন। শুক্রবার এই দুই নেতার সঙ্গেই তাঁদের বৈঠক হতে পারে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.