|
|
|
|
রথ থেকে নেমে দলের রাশ নিলেন আডবাণী |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রথ থেকে নেমে ফের বিজেপির চালকের আসনে অধিষ্ঠিত হলেন প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী।
প্রায় দেড় মাসের রথযাত্রার পর আজই নিজের দলের সব সাংসদের সঙ্গে সকালে বৈঠক করেন আডবাণী। সেখানে নজিরবিহীন স্বাগত জানানো হয় তাঁকে। বিজেপির সাংসদ সুরিন্দর সিংহ অহলুয়ালিয়া জানান, “আডবাণী যখন নিজের চল্লিশ দিনের যাত্রার বিবরণ দেন, গোটা দেশে যে ভাবে তিনি জনসমর্থন পেয়েছেন, তার বর্ণনা করেন, বিজেপির সব সাংসদ তাঁকে দাঁড়িয়ে অভিবাদন জানান।” বিজেপির এক শীর্ষ নেতার কথায়, “এ ধরণের স্বতস্ফূর্ত অভিবাদন সাম্প্রতিক অতীতে দলের কোনও নেতা কুড়িয়েছেন বলে মনে পড়ছে না।”
ওই নেতার কথায়, এই পঁচাশি বছর বয়সেও গোটা দেশ সফর করে কংগ্রেস-বিরোধিতার জায়গাটি অণ্ণা হজারের থেকে কেড়ে নিয়ে দলের কাছে একটি সুযোগ এনে দিলেন আডবাণী। এতে নেতা-কর্মীদের কাছে তাঁর মর্যাদা যে উচ্চতায় পৌঁছে গেল, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, নরেন্দ্র মোদী বা নিতিন গডকড়ীর পক্ষে সেখানে পৌঁছনো অসম্ভব।
রথযাত্রা শেষ করেই আডবাণী যে দলের নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছেন, তার প্রমাণ পাওয়া গিয়েছে সংসদে তাঁর সক্রিয় ভূমিকা থেকে। কালো টাকা উদ্ধার নিয়ে মুলতুবি প্রস্তাব আনার পরিকল্পনা দলের ছিল না। কিন্তু অরুণ জেটলির মতো নেতারাও স্বীকার করছেন, “গত লোকসভা নির্বাচনের আগে যখন কালো টাকা উদ্ধারের বিষয়টি নিয়ে আডবাণী সরব হয়েছিলেন, অনেকেই উপহাস করেছিলেন। কিন্তু যাত্রার মাধ্যমে যে ভাবে তিনি এই প্রসঙ্গটি একটি আলোচ্য বিষয়ে পরিণত করেছেন।” সে কারণে দল আডবাণীর পাশে দাড়িয়ে কালো টাকা উদ্ধার নিয়ে পৃথক মুলতুবি প্রস্তাব আনার ব্যাপারে সায় দিয়েছে। এ বিষয়ে সিপিএমের সমর্থনও মিলেছে। আডবাণীর নির্দেশ মেনে প্রতিটি সাংসদ আগামী সপ্তাহেই লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যানের কাছে লিখিত ভাবে ঘোষণা করবেন, বিদেশি ব্যাঙ্কে তাঁদের কোনও অবৈধ সম্পত্তি নেই।
বিহার নির্বাচনের পর থেকেই বিজেপি এনডিএ-র শরিক বাড়াতে চাইছিল। বিজেপি নেতারা কবুল করছেন, এ ব্যাপারেও আডবাণীই অগ্রণী ভূমিকা নিয়েছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী অনশন মঞ্চে এনডিএ-র তারকা-শরিক নীতীশ কুমারকে আনতে পারেননি। কিন্তু আডবাণী তাঁর যাত্রা নীতীশকে দিয়েই শুরু করিয়েছেন। আর যাত্রা শেষে রামলীলা ময়দানে তাঁর মঞ্চে সব শরিক তো ছিলই, এসেছিল জয়ললিতার এডিএমকে-র মতো এনডিএ-র বাইরের দলও। |
|
|
|
|
|