প্রথমত আদিবাসী, দ্বিতীয়ত অর্থনেতিক দিক থেকে পিছিয়ে পড়া হলেও দুবরাজপুর ব্লকের পারুলিয়া অঞ্চলের হজরতপুর সাঁওতালপল্লির একটি পরিবারের নামও বিপিএল তালিকায় নেই। এর ফলে ওই সব পরিবার সরকারি নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ওই সাঁওতালপল্লিতে মাত্র ১৬-১৭টি আদিবাসী পরিবার বাস। কিন্তু বিপিএলতালিকা ভুক্ত না হওয়ার কারণে অন্ত্যোদয়, অন্নপূর্ণা, বিধবা ভাতা বার্ধক্য ভাতা-সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। এটা নিয়ে ক্ষোভ তো ছিলই। বর্তমানে রাজীব গাঁধী বিদ্যুদয়ন প্রকল্পে আশপাশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছচ্ছে দেখে তাঁরা আর হতাশা চেপে রাখতে পারছেন না। ওই পল্লির বাসিন্দা সুখি হাঁসদা, বাহামনি হেমব্রম, চণ্ডীচরণ পাউড়িদের প্রশ্ন, “কবে আমরা সরকারি সুযোগ সুবিধা পাব। আশপাশের আদিবাসী পাড়ায় বিদ্যুতের আলো জ্বলছে আমাদের পাড়ায় কেন জ্বলবে না?” উত্তর নেই প্রশাসনের কাছেও। পারুলিয়া পঞ্চায়েতের প্রধান সিপিএমের রবিলাল অঙ্কুর বলেন, “দীর্ঘ দিন ধরে বিপিএল তালিকা সংশোধিত হচ্ছে না। এর ফলে তাঁদের নাম এই তালিকায় ঢোকানো যায়নি। তবে কী কারণে ওই পরিবারের নাম বাদ গিয়েছে বলতে পারব না।” অন্য দিকে, দুবরাজপুরের বিডিও গোবিন্দ দত্ত বলেন, “ওই পল্লির কথা আমার জানা নেই। তাঁরা যদি আমার কাছে আবেদন জানান, বিপিএল তালিকা ভুক্ত না সত্বেও অন্য যে সব সরকারি সুযোগ সুবিধা (১০০ দিন প্রকল্পের কাজ, ত্রাণের চাল) ওই পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।” |