টুকরো খবর
ফোনের তার চুরি দুবরাজপুরে
তার চুরি করে নেওয়ায় দুবরাজপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় বিকল হয়েছে পড়েছে বিএসএনএলের ল্যান্ডলাইন পরিষেবা। শুধু ফোন পরিষেবা নয়, ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন কিছু গ্রাহক। এই সমস্যা দেখা দিয়েছে মঙ্গলবার রাত থেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১১ নম্বর ওয়ার্ডের রেলসতুর কাছে নিকাশি নালার জন্য মাটি কাটার কাজ চলছিল। মাটি কাটার ফলে প্রায় চার ফুট বিএসএনএলের কেব্ল উপরে উঠে আসে। সেই সুযোগককে কাজে লাগিয়েছে চোরেরা। বিএসএনএলের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই ওই সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাদের যুক্তি, যতক্ষণ না নিকাশি নালার কাজ শেষ হচ্ছে ততক্ষণ কেব্ল বসানো যাবে না। কারণ কেব্ল বসালে ফের চুরি হয়ে যাবে। তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

মূর্তি উন্মোচন
বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমজাসেবী প্রয়াত নীহার দত্তের ৮১তম জন্ম দিবস উপলক্ষে বুধবার তাঁর একটি পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন নলহাটির বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায়। সাঁইথিয়ার নীহার দত্ত মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে প্রতি বছর এই দিনটিকে বিশেষ ভাবে পালন করা হয়। এ বছর তাঁর মূর্তির আবরণ উন্মোচন-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ওই সংস্থা। বুধবার সকালে সাঁইথিয়া কামদাকিঙ্কর স্টেডিয়ামে নীহারবাবুর মূর্তির আবরণ উন্মোচন করেন বিধায়ক। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অসিত মাল, নীহার দত্ত মেমোরিয়াল সোসাইটির সম্পাদক সব্যসাচী দত্ত-সহ বহু বিশিষ্ট মানুষজন। সংস্থার সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায় জানান, নীহারবাবুর স্মৃতিতে এ দিন সাকেল দেশাত্মবোধক গান, নাচ, আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে।

বিজেপি-র কর্মিসম্মেলন
রাজ্য সরকারের পরিকল্পনাহীনতায় ধান থেকে শুরু করে অন্যান্য ফসলের দাম পাচ্ছেন না কৃষকেরা। সারের কালোবাজারি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বুধবার রামপুরহাটে এক কর্মী সম্মেলনে এসে এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। তিনি কটাক্ষ করে বলেন, “যাঁদের বুদ্ধি, চেতনা, সম্মান নেই তাঁরাই তৃণমূলের মধ্যে থেকে নেতৃত্ব দিচ্ছেন। শুধু মন্ত্রীদের বেতন বাড়াচ্ছে সরকার। অথচ রাজ্যের প্রধান প্রধান রাস্তা সংস্কার করা হচ্ছে না।” তিনি বলেন, “আগামী ৩০ নভেম্বর বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের উপস্থিতিতে বিশাল সমাবেশে দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতির প্রতিবাদ-সহ নানা দাবিতে আন্দোলন সংগঠিত হবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যে বিজেপি একা লড়বে।”এ দিন কর্মী সভায় বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থক তাদের দলে যোগ দিয়েছেন বলে বিজেপি নেতৃত্বের দাবি।

ফের বোমা উদ্ধার নানুরে
বোমা উদ্ধার অব্যহত নানুর থানা এলাকার বিভিন্ন গ্রামে। বুধবার সকালে নানুরের তাকোড়া গ্রামের একটি জমির মাটি খুঁড়ে উদ্ধার হয় তিন ড্রাম বোমা। এর আগে সুচপুর গ্রামের একটি পুকুর পাড়ের মাটি খুঁড়ে সাতটি প্লাস্টিকের ড্রাম ভর্তি শতাধিক বোমা ও এক ড্রাম বোমার মশলা উদ্ধার হয়েছিল। ওই বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল। শেষ পর্যন্ত সেগুলি নিষ্ক্রিয় করতে সিআইডির বম্ব স্কোয়াডের ৫ সদস্যদের একটি দল নামে। এই ঘটনার পরে মঙ্গলবারও নানুরের খুজুটিপাড়া গ্রামের একটি পুকুর পাড়ের মাটি খুঁড়ে চার ড্রাম বোমা উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ফের বোমা উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি অভিযানও চলছে।

চুরি রুখতে অভিযান
বিদ্যুতের চুরি রুখতে ডিসেম্বর মাস থেকে অভিযান শুরু হবে। পাশাপাশি গ্রামীণ বিদ্যুদয়নের ক্ষেত্রে দ্রুত সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। বুধবার বোলপুরে সার্কিট হাউসে এ কথা বলেন, বিদ্যুৎ মন্ত্রী মণীশ গুপ্ত। এ দিন তিনি জেলাশাসক, পঞ্চায়েত মন্ত্রী, এস আর ডিএ চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। বিদ্যুৎ মন্ত্রী বলেন, “গ্রামে বিদ্যুৎ চুরির পরিমাণ বাড়ছে। ৭০-৮০ শতাংশ টাকা পাচ্ছি না। বীরভূম জেলা গ্রামীণ বিদ্যুদয়নে পিছিয়ে আছে। দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।”

লাভপুরে বিক্ষোভ
বোরো চাষে লাঙ্গলহাটা বিলে জল ও খাঁপুরে জলাধার নির্মাণের কাজ সম্পূর্ণ করার দাবিতে বুধবার লাভপুরের ব্লক অফিসে বিক্ষোভ দেখাল স্থানীয় থিবা রাঙ্গামাটি কৃষকসমিতি। পরে তারা বিডিওকে এ ব্যাপারে স্মারকলিপিও দেয়। বিডিও অনাবিল দত্ত বলেন, “তাদের দাবিগুলির ব্যাপারে সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণ করা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.