মেয়েদের স্কুল খুলতে বাড়ি দিলেন গৃহবধূ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য নিজের বাড়ি দান করলেন এক বধূ। কারিগরি শিক্ষা মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের কাছে পুকুর-সহ নিজের দোতলা বাড়িটি দান করেন। ওই বধূর নাম শম্পা রায়চৌধুরী। বর্ধমান শহরের ১২ নম্বর ওয়ার্ডের পিরপুকুরে এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত এই বাড়িটি গলসি থানার মোহরা গ্রামে। দীর্ঘ দিন ধরেই তাঁর পক্ষে সেখানে যাতায়াত করা সম্ভব হয় না। তিনি বলেন, “এর আগেও ১৯৯৬ সালে গলসি-২ ব্লকের তৎকালীন বিডিওকে ওই বাড়িটিকে সরকারি কোনও প্রকল্পের কাজে লাগাতে অনুরোধ করেছিলাম। সেখানে রেশম চাষ সংক্রান্ত প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলেও তা বেশি দিন চলেনি। বাড়িটি খালিই পড়েছিল।” এ দিনের অনুষ্ঠানে রবিরঞ্জনবাবু বলেন, “ওই বাড়িতে যাতে দ্রুত মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় তার জন্য উদ্যোগ হবে।” স্থানীয় তৃণমূল নেত্রী বিপাসা বিশ্বাস বলেন, “শম্পাদেবীর মত এমন অনেকের কাছেই অপ্রয়োজনীয় অনেক কিছুই পড়ে রয়েছে। তাঁরাও যদি সেগুলি সরকারি প্রকল্পের জন্য দান করেন তাতে সকলের ভালই হয়।” |
‘মর্যাদা দেয়নি’ সিপিএম, আন্দোলনে নেই শরিকরা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
সিপিএমের বিরুদ্ধে ‘উপযুক্ত মর্যাদা’ না দেওয়ার অভিযোগ তুলে বর্ধমানের কালনায় বামফ্রন্টের আইন অমান্য কর্মসূচিতে যোগ দিল না সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক। শরিক দলগুলির প্রধান অভিযোগ, কালনা শহরে সিপিএমের জোনাল অফিসে তিনটি প্রস্তুতি বৈঠকে ডাকা হলেও গ্রামে-গ্রামে প্রচারের ক্ষেত্রে সিপিএম তাদের পাত্তাই দেয়নি। বড় শরিক তাদের সমালোচনা করায় গত সোমবার কোচবিহারেও আইন অমান্য করতে নামেনি ফব। কেন্দ্রে সরকারের দুর্নীতি, মূল্যবৃদ্ধি এবং রাজ্যে সন্ত্রাস-সহ বেশ কিছু অভিযোগ তুলে বামফ্রন্ট রাজ্য জুড়ে যে আইন অমান্য কর্মসূচি নিয়েছে, তার অঙ্গ হিসেবে বুধবার কালনা শহরের বৈদ্যপুর মোড়ে পথসভা ও থানার উদ্দেশে মিছিল করা হয়। কিন্তু প্রায় সকলেই ছিলেন সিপিএমের। শরিক দলগুলির মধ্যে এক মাত্র সিপিআইয়ের ন’জন কর্মী পূর্বস্থলী থেকে এসেছিলেন। কিন্তু পরে তাঁরা জানান, দল যে কর্মসূচিতে যোগ দিচ্ছে না, সময়ে সে খবর না পাওয়াতেই তাঁরা চলে এসেছেন। সিপিআইয়ের কালনা ১ লোকাল কমিটির সম্পাদক সেলিম শেখের অভিযোগ, “কর্মসূচি সফল করতে গ্রামে-গ্রামে সাইকেল মিছিল করার কথা ছিল। সিপিএম তা একাই করেছে। বহু জায়গায় ফেস্টুনেও শুধু নিজেদের নাম দিয়েছে সিপিএম। কোন দুঃখে সভায় যাব?” ফব-র কালনা লোকাল কমিটির সম্পাদক নবকুমার মণ্ডলের আক্ষেপ, “মুখে বাম ঐক্যের কথা বললেও শরিকদের উপযুক্ত মর্যাদা দেয়নি সিপিএম।” আরএসপি-র কালনা জোনাল কমিটির সদস্য হানিফ শেখের প্রশ্ন, “যেখানে ঐক্যের বাতাবরণই নেই, সেখানে আমাদের কর্মীদের গিয়ে কী লাভ!”সিপিএমের কালনা জোনাল কমিটির সম্পাদক করুণা ভট্টাচার্য অবশ্য দাবি করেন, “মিছিল, পথসভা সবেতেই শরিকদের আন্তরিক আহ্বান জানানো হয়েছিল।” |
দুই পড়ুয়ার অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে দুই পড়ুয়ার। প্রথম ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের তেলিপুকুরে। বুধবার সকালে বাড়ির সিলিং ফ্যানে আদিদেব সামন্ত (২৫) এক ছাত্রের ঝুলন্ত দেহ মেলে। তিনি বর্ধমান হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ইন্টার্ন ছিলেন। অন্য দিকে, গলসির কোলকোল গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয় সপ্তম শ্রেণির ছাত্রী চন্দনা আঁকুড়ের (১৩)। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করানো হলে মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়। |
রাস্তা সারানোর দাবি
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
রাস্তা সংস্কার, কেন্দ্রীয় সরকারের নির্ধারিত সহায়ক মূল্যে চাষিদের কাছে ধান কেনা সুনিশ্চিত করা, ধানের দাম নগদে দেওয়া-সহ বিভিন্ন দাবিতে বুধবার গলসি ১ নম্বর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় বিডিও-কে। ব্লক কংগ্রেস সভাপতি ওমর ফারুক জানান, সারের কালোবাজারি রোখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, প্রকৃত বিপিএল তালিকা তৈরি প্রভৃতি দাবি জানানো হয়। বিডিও নিরঞ্জন কর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। |