ফেব্রুয়ারি ২০১৪

 
এই সংখ্যায় ‘চিনা পথে হাঁটা’
নাম তার চিন। চার দিক থেকে তাকে ঘিরে রেখেছে ১৪টি প্রতিবেশী রাষ্ট্র। পৃথিবীতে এখন যে ক’টি সভ্যতা আছে, তাদের মধ্যে অন্যতম প্রাচীন চিন সভ্যতা। প্রায় চার হাজার বছরেরও বেশি পুরনো। এশিয়ার বৃহত্তম দেশ। জনসংখ্যার নিরিখে বিশ্বে এক নম্বর। চিনে শাসকরা দেশটি বংশানুক্রমে শাসন করতেন। ১৯৪৯ সালের বিপ্লব চিনে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করে। সেই সূচনার হাত ধরেই বর্তমান আধুনিক চিনের জন্ম। সামরিক পরিকাঠামোর অঙ্গ হিসেবে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে চিনের প্রাচীরের কাজ শুরু হয়। চলে মিং সাম্রাজ্যের শাসনকাল পর্যন্ত। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট-এর স্বীকৃতি দিয়েছে এই প্রাচীরকে। ৩০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ চিনের হোতান অঞ্চল থেকে জেড পাথর নিয়ে আসার জন্য ‘দ্য সিল্ক রুট’ বা রেশম পথ তৈরি করা হয়। ঐতিহ্য, রাজনীতি এবং অর্থনীতিতে সারা পৃথিবীতে জায়গা করে নেওয়া সেই চিন এ বার আপনার কলমে। সঙ্গে গ্যালভেস্টন-এর গল্প ফোটোশপে।

স্বপ্নরাজ্যের সন্ধানে
শহরটা খুব একটা বড় নয়। আগ্রহ থাকলে পায়ে হেঁটেও ঘোরা যায়। তা ছাড়া প্রচুর গাড়ি ও ছোট বাস আছে। তবে মন চাইলে সাইকেল অথবা বাইক ভাড়া নিয়েও ‘’ইয়াংশু’র পথে বেড়ানো যায়। অথবা ব্যাম্বু বোটে চড়ে নদীর বুকে ভেসে যাওয়া যায় ইচ্ছেমতো। ঘুরলেন রিমা বন্দ্যোপাধ্যায়সবিস্তার...
অচিনপুরের পথে
বাণিজ্য শহর সাংহাই চিনের সবচেয়ে বড় শহর। পূর্ব চিনের ইয়াংসি নদী লাগোয়া এই শহরের জনসংখ্যা প্রায় ২৩ মিলিয়ন। আকাশছোঁয়া বাড়ি আর তার নজরকাড়া স্থাপত্য— চোখের পলক ফেলতে দেয় না! বেজিং-সাংহাইতে চিনের অর্থনৈতিক উন্নতির নমুনা দেখে এলেন জয়তী বসু চৌধুরী
সবিস্তার...


ক্যামেরাও কথা বলে। সেই রং-বেরঙের ছবির সাম্রাজ্যেও অবাধ বিচরণ হাওয়াবদল-এর।
রঙিন মুহূর্তগুলিকে একের পর এক সাজিয়ে শোনানো হবে বেড়ানোর অন্য রকম গল্প।
এ সংখ্যায়
সৃজিতা সরকার-এর ক্যামেরায় গ্যালভেস্টোন-র কথা।
 


মাঝ-মাসের সংযোজন

‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়:
হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০০০১

ই-মেল করুন haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com

এ যাবৎ ২০১৪
জানুয়ারি
দূর দ্বীপের দেশে
হাজার দ্বীপ ও বালি দ্বীপ

রোজের আনন্দবাজারএ বারের সংখ্যাসংবাদের হাওয়াবদল আপনার রান্নাঘরস্বাদবদল চিঠি পুরনো সংস্করণ
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.