|
|
নির্বাচনী পরিক্রমাকালে ডাঃ রায়ের বক্তব্য
(স্টাফ রিপোর্টার) |
|
|
|
|
মুখমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায় বুধবার আবার তাঁর কলকাতার নির্বাচনী এলাকা পরিক্রমা করেন। পাঁচ ঘন্টা ধরে অশতিপর মুখ্যমন্ত্রী চৌরঙ্গী নির্বাচনী কেন্দ্রের চারিদিকে ঘোরেন। এবং ঐ সময় মোট ১৪টি জায়গায় কংগ্রেসকে নির্বাচনে জয়যুক্ত করার আবেদন জানিয়ে বক্তৃতাও দেন।
ঐ পরিক্রমার ফলে একদিকে যেমন তিনি নানা ভাষা নানা মত নানা পরিধানের অসংখ্য ভোটদাতার সঙ্গে মেলামেশার সুযোগ পান, তেমনি ঐ ভোটদাতারাও মুখ্যমন্ত্রীকে কাছে পাবার, সরাসরি তাঁর মুখের কথা শোনার হয়ত এই প্রথম সুযোগ পান।
|
ইলিয়ট লেনের এক মহিলা ভোটদাতা বুধবার বিকেলে ঐ কেন্দ্রের
নির্বাচনের
কংগ্রেসপ্রার্থী ডাঃ বিধানচন্দ্র রায়ের কণ্ঠে মালা পরাতে গেলে
বিব্রত মুখ্যমন্ত্রী বলে ওঠেন “না, না গলায় নয়।” ফটো: আনন্দবাজার |
বিকেল সাড়ে তিনটেয় যখন ঐ পরিক্রমা শুরু হল, তখন বসন্তদিনের সোনালী রোদে শহর ঝলমল করছে। শেষ হল রাত সাড়ে আটটায়। তখনও কলকাতা ঝলমল, তবে বিদ্যুতের আলোয়।
“ডব্লু বি এ-১” নম্বরের আকাশ নীল গাড়ীটি ঐদিন শুধু পার্ক স্ট্রীট, ক্যামাক স্ট্রীট, থিয়েটার রোডের মসৃণ পথে রাজহাঁসের মত স্বাচ্ছন্দে ভেসে যায়নি,.....এমন অনেক অলিগলির পাকে ঘুরছে যেখানে বিরাট প্লিম্যাথ গাড়ীর চলাফেরা কঠিন। কিন্তু যেখানেই তিনি গেছেন, পেয়েছেন সমান স্বতঃস্ফূর্ত অভিনন্দন। ডাঃ রায় এসেছেন চারিদিক থেকে লোক ছুটে এসেছেতাঁর কথা শোনার জন্য আগ্রহে অপেক্ষা করছে। তাদের মধ্যে ভোটদাতা তো ছিলইআর ছিল শিশুর দল। ভোটের অধিকার না থাকলেও বিধানবাবুকে দেখার আগ্রহ তাদের বড়দের থেকে বেশী।
|
ফিরে দেখা... |
|