কলিকাতায় এম সি সি দল
(স্টাফ রিপোর্টার)




টকে পূর্বাঞ্চল দলের সহিত অমীমাংসিতভাবে খেলা শেষ করিবার পরেই এম সি সি দলের খেলোয়াড়গণ ভুবনেশ্বর অভিমুখে যাত্রা করে। সেখান হইতে রবিবার সন্ধ্যায় বিশেষ বিমানে কলিকাতা অভিমুখে রওনা হয়।
রাত্রি ৮-১৫ মিনিটের সময় এম সি সি দলের ১২জন খেলোয়াড়, খেলোয়াড়দের দেহে শুশ্রুষাকারী শ্রী এইচ ডবিলউ ডালটন এবং দলের ম্যানেজার শ্রী টম পিয়ার্স দমদম বিমানঘাটিতে পৌঁছান।

তাঁহারা বিমান হইতে অবতরণ করিবার পর বাঙ্গলা, বিহার, উড়িষ্যা ও আসামের সৈন্যাধ্যক্ষ মেজর জেনারেল এস সি মিশ্র, সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সম্পাদক কমাণ্ডার ডি এফ পেরেরা, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ-সভাপতি শ্রীঅমর ঘোষ এবং সম্পাদক শ্রী এম মিত্রাস্বামী, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সম্পাদক শ্রী এস এন দে ও কোষাধ্যক্ষ শ্রী এন কোলে ও কার্যকরী সমিতির কয়েকজন সভ্য তাঁহাদের অভ্যর্থিত করেন।

বিমানঘাটি হইতে তাঁহারা সরাসরি গ্রেট ইস্টার্ন হোটেলে উপস্থিত হইয়া বড়দিনের আনন্দোৎসবে যোগদান করেন। এম সি সি দলের অধিনায়ক টেড ডেক্সটার, টনি লক, বব বারবার এবং ডেভিড স্মিথ কয়েকদিন আগেই এই হোটেলে উপস্থিত হইয়াছেন। রবিবার এই আনন্দোৎসবে দলের সকলেই পুনরায় মিলিত হন।

এম সি সি দল কলিকাতায় তাহাদের প্রথম খেলায় আগামী মঙ্গলবার হইতে সার্ভিসেস দলের সহিত ইডেন উদ্যানে মিলিত হইবেন।



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player



অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.