|
|
কলিকাতা ত্যাগের প্রাক্কালে শ্রীব্রেজনেভর শুভেচ্ছা জ্ঞাপন
(স্টাফ রিপোর্টার) |
|
|
|
‘দাসভিদানিয়া’।
দুইদিন সফরের শেষে কলিকাতা হইতে বিদায়ের প্রাক্কালে শুক্রবার সোভিয়েট প্রেসিডেন্ট শ্রীব্রেজনেভ এই সংক্ষিপ্ত রাশিয়ান কথাটির দ্বারা সকলকে শুভেচ্ছা জানাইয়া যান।
কথাটির বাংলা অর্থ হইল: যতক্ষণ আবার না দেখা হয়, ততক্ষণের জন্য ‘বিদায়’।
শুক্রবার সকালে দমদম বিমানঘাটিতে সোভিয়েট রাষ্ট্রপতিকে বিদায় জানাইবার জন্য আসিয়াছিলেন, রাজ্যপাল শ্রীমতী পদ্মজা নাইডু, মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়, শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত, কলিকাতাস্থ সোভিয়েত কন্সাল, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব, কলিকাতার বৈদেশিক কূটনৈতিক প্রতিনিধিবর্গ, কলিকাতার সোভিয়েত নাগরিকবৃন্দ ও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পদস্থ কর্মচারিবৃন্দ। |
|
|
প্রেসিডেন্ট ব্রেজনেভ শুক্রবার দমদম বিমানবন্দর হইতে মাদ্রাজ
যাত্রাকালে একটি রুশ বালিকাকে বিদায় চুম্বন দেন। ফটো: আনন্দবাজার |
সোভিয়েত প্রেসিডেন্ট মাদ্রাজ অভিমুখে রওনা হইয়া গিয়াছেন। তাঁহার সঙ্গে আছেন: সোভিয়েত সরকারের পররাষ্ট্র দপ্তরের উপমন্ত্রী, ভারত সরকারের কেন্দ্রীয় যোগাযোগ ও পরিবহন দপ্তরের মন্ত্রী ডাঃ পি সুব্বারায়ণ ও ভারতস্থ সোভিয়েত রাষ্ট্রদূত ও রাশিয়ার ভারতীয় রাষ্ট্রদূত।
|
ফিরে দেখা... |
|