৭৮টি অবিলিকৃত চিঠি উদ্ধার
(স্টাফ রিপোর্টার)




‘তোমাকে একখানা পোস্টকার্ড দিয়েছিলাম। কিন্তু তোমার নিকট থেকে ফোন পত্র না পেয়ে আমরা চিন্তায় আছি। তুমি কি আমার ঐ পোস্টকার্ড পাও নাই?’

২৯-৯-৬১ তারিখে কানপুর থেকে শ্রীমতী সাধনা ঘোষের কাকা যাদবপুর ডাকঘরের এক ঠিকানায় যে পোস্টকার্ড লেখেন ওপরে তার একাংশ উদ্ধৃত হয়েছে। গত ১৪ই জানুয়ারী ঐ এলাকার জনৈক বাসিন্দা একটি টিনের চালায় বড় খামে মোড়া যে ৭৪টি ডেলিভারী না দেওয়া চিঠি পান উল্লিখিত পোস্টকার্ড তারই একটি।

৭৫, ইব্রাহিমপুর রোডের (কলি-৩২) বাসিন্দা শ্রীবিভুরাম গুহ জানান অগ্রপথিক মৌলিক ব্যায়ামাশ্রমের আট ফুট উঁচু টিনের চালায় ঐ চিঠিগুলি পাওয়া যায়। চিঠিগুলির ওপর ডাক ঘরের ছাপ পরীক্ষা করে দেখা যায় বেশীর ভাগই গত বৎসরের ২রা এবং ৩রা অক্টোবরের চিঠি। খামের পিছনে ইংরাজীতে পোস্টবক্স ৬৬৭, বোম্বাই-১ ছাপানো এবং এই ঠিকানা টাইপ করা মিস্টার তপোব্রত রায় রিপ্রেজেন্টেটিভ অব ফাইজার প্রাইভেট লিমিটেড, ৮৫।১।৪ ইব্রাহিম রোড কলিকাতা-৩২।

ডাকঘরের সর্টিং ডেস্ক নহেএকদা ডাকবাক্সে ফেলা এই অবিলিকৃত চিঠিগুলিকে যাদবপুর
এলাকায় একটি ব্যায়ামাগারের ছাদ হইতে সম্প্রতি উদ্ধার করা হইয়াছে। ফটো: আনন্দবাজার

হরেক রকমের ঐ ৭৪টি চিঠির মধ্যে ৫৫টি পোস্টকার্ড, ইনল্যান্ড খাম ৬, খাম ১০ এবং তিনটি টেলিফোন বিল আছে। টেলিফোন বিলগুলির মধ্যে একটির ঠিকানা দেওয়া হল: দুর্গামোহন তরফদার, লোহাগড়, রাজা সুবোধ মল্লিক রোড কলিকাতা-৩২। সার্টিফিকেট অব পোস্টিংয়ে দক্ষিণ-পূর্ব রেলওয়ে কর্তৃক ৩৫ শক্তিগড় কলি-৩২ ঠিকানায় সুনীলকুমার খাসনবীশের খামেও একটি খাম আছে। এইটি ইন্টারভিউয়ের চিঠি হওয়া বিচিত্র নয়।
শ্রী গুহ অভিযোগ করেন ‘প্রায়ই ইলেকট্রিক বিল, চিঠি পাই না। ডাকঘরে জানিয়ে কোন ফল হয় না।’


Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player



অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.