|
|
৭৮টি অবিলিকৃত চিঠি উদ্ধার
(স্টাফ রিপোর্টার) |
|
|
|
‘তোমাকে একখানা পোস্টকার্ড দিয়েছিলাম। কিন্তু তোমার নিকট থেকে ফোন পত্র না পেয়ে আমরা চিন্তায় আছি। তুমি কি আমার ঐ পোস্টকার্ড পাও নাই?’
২৯-৯-৬১ তারিখে কানপুর থেকে শ্রীমতী সাধনা ঘোষের কাকা যাদবপুর ডাকঘরের এক ঠিকানায় যে পোস্টকার্ড লেখেন ওপরে তার একাংশ উদ্ধৃত হয়েছে। গত ১৪ই জানুয়ারী ঐ এলাকার জনৈক বাসিন্দা একটি টিনের চালায় বড় খামে মোড়া যে ৭৪টি ডেলিভারী না দেওয়া চিঠি পান উল্লিখিত পোস্টকার্ড তারই একটি।
৭৫, ইব্রাহিমপুর রোডের (কলি-৩২) বাসিন্দা শ্রীবিভুরাম গুহ জানান অগ্রপথিক মৌলিক ব্যায়ামাশ্রমের আট ফুট উঁচু টিনের চালায় ঐ চিঠিগুলি পাওয়া যায়। চিঠিগুলির ওপর ডাক ঘরের ছাপ পরীক্ষা করে দেখা যায় বেশীর ভাগই গত বৎসরের ২রা এবং ৩রা অক্টোবরের চিঠি। খামের পিছনে ইংরাজীতে পোস্টবক্স ৬৬৭, বোম্বাই-১ ছাপানো এবং এই ঠিকানা টাইপ করা মিস্টার তপোব্রত রায় রিপ্রেজেন্টেটিভ অব ফাইজার প্রাইভেট লিমিটেড, ৮৫।১।৪ ইব্রাহিম রোড কলিকাতা-৩২। |
|
|
ডাকঘরের সর্টিং ডেস্ক নহেএকদা ডাকবাক্সে ফেলা এই অবিলিকৃত চিঠিগুলিকে যাদবপুর
এলাকায় একটি ব্যায়ামাগারের ছাদ হইতে সম্প্রতি উদ্ধার করা হইয়াছে। ফটো: আনন্দবাজার |
হরেক রকমের ঐ ৭৪টি চিঠির মধ্যে ৫৫টি পোস্টকার্ড, ইনল্যান্ড খাম ৬, খাম ১০ এবং তিনটি টেলিফোন বিল আছে। টেলিফোন বিলগুলির মধ্যে একটির ঠিকানা দেওয়া হল: দুর্গামোহন তরফদার, লোহাগড়, রাজা সুবোধ মল্লিক রোড কলিকাতা-৩২। সার্টিফিকেট অব পোস্টিংয়ে দক্ষিণ-পূর্ব রেলওয়ে কর্তৃক ৩৫ শক্তিগড় কলি-৩২ ঠিকানায় সুনীলকুমার খাসনবীশের খামেও একটি খাম আছে। এইটি ইন্টারভিউয়ের চিঠি হওয়া বিচিত্র নয়।
শ্রী গুহ অভিযোগ করেন ‘প্রায়ই ইলেকট্রিক বিল, চিঠি পাই না। ডাকঘরে জানিয়ে কোন ফল হয় না।’
|
ফিরে দেখা... |
|