কলিকাতায় ‘রেশম দিবস’ পালন
(স্টাফ রিপোর্টার)




নিখিল ভারত তাঁত শিল্প সপ্তাহ উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের শিল্প অধিকারের উদ্যোগে বুধবার ‘‘রেশম দিবস” উদযাপিত হয়। কুটীর ও ক্ষুদ্র শিল্প বিভাগের সেক্রেটারী শ্রী শ্রী এন এন চ্যাটার্জি স্টার থিয়েটারে অনুষ্ঠিত সভায় পৌরহিত্য করেন। প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শ্রীভূপতি মজুমদার।

পশ্চিমবঙ্গের রেশম শিল্পের বর্তমান অবস্থা বর্ণনার পর শ্রীমজুমদার এই কামনা করেন, আমাদের দেশে সেই রুচি ফিরিয়া আসুক, যে রুচি নকলের পিছনে না ছুটিয়া সুন্দরকে বাছিয়া লইবে। “রেশম এবং রেয়নের স্পর্শ যে এক নয়, এ বোধ ফিরে আসা দরকার।”

ডঃ এস এম মুখার্জি এবং ডঃ ডি সি সরকার বক্তৃতা করেন। শিল্পমন্ত্রী আরও বলেন, এখন আমাদের দেশে ক্রমশ যন্ত্রের দিকে আকর্ষণ বেশী হইতেছে। যন্ত্রের যুগে যন্ত্র ছাড়া বাঁচিবার উপায় নাই একথা সত্য, কিন্তু তবুও মনে রাখিতে হইবে যে, দেশে লোকসংখ্যার চাপ খুব বেশী, সেখানে শুধুমাত্র যন্ত্রের দিকে ঝোঁক অভিপ্রেত নয়। নাগরিকদের অন্ন, বস্ত্র এবং কর্মের সংস্থান করা সরকার এবং সমাজের দায়িত্ব।

অনুষ্ঠানে ১৯৬১-৬২ সালের রেশম শিল্প প্রতিযোগিতার কৃতী ৮২জন শিল্পীকে প্রশংসাপত্র বিতরণ করা হয়।



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player



অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.