|
শতবার্ষিকী কমিটির জনসংযোগ উপসমিতির সম্পাদক শ্রীসুদেব রায়চৌধুরী এক বিবৃতিতে জানাইতেছেন যে, জানুয়ারী মাসের তৃতীয় সপ্তাহ হইতে পাঁচ সপ্তাহ ধরিয়া আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মশতবার্ষিকী পালন করার জন্যে কলিকাতার বিশিষ্ট নাগরিকদের লইয়া একটি কমিটি গঠন করা হইয়াছে। মেয়র শিরী রাজেন্দ্রনাথ মজুমদার এই কমিটির সভাপতি এবং শ্রীদেবপ্রসাদ চট্টোপাধ্যায় এম এল সি ইহার সাধারণ সম্পাদক।
শতবার্ষিকী উপলক্ষে একটি মূল্যবান স্মারক পুস্তিকা প্রকাশিত হইতেছে। ইহাতে আচার্যদেবের রচনার উদ্ধৃতি এবং তাঁহার জীবনের নানা ঘটনা ও বিষয়ের উপর রচনাবলী থাকিবে। ইতিমধ্যেই আচার্যদেবের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে লিখিত কিছু মূল্যবান রচনাবলী প্রকাশিত বা অপ্রকাশিত, ছবি এবং আলোকচিত্র বিভিন্ন ব্যক্তি বা সংবাদপত্রের অফিসে কিছু কিছু আছে বলিয়া আমরা মনে করি। ঐ স্মারকগ্রন্থে প্রকাশের জন্য সেইসব আলোকচিত্র বা ব্লক আমাদের ব্যবহার করিবার ব্যবস্থা করিয়া দিলে কমিটি কৃতজ্ঞ থাকিবেন। ইহা ছাড়া, কলেজের ছাত্রছাত্রীদের জন্য রচনা ও বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা করা হইয়াছে। রচনাআচার্য প্রফুল্লচন্দ্র ব্যক্তি ও ব্যক্তিত্ব: বিতর্ক‘মাতৃভাষাই বিজ্ঞানচর্চার মাধ্যম হওয়া উচিৎ।’
৩১শে জানুয়ারী পর্যন্ত ঐ রচনা ও বিতর্ক সম্পর্কে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের নিকট হইতে প্রয়োজনীয় বিষয়াদি গ্রহণ করা হইবে। যোগাযোগ করার ঠিকানা
১। শ্রীদেবপ্রসাদ চ্যাটার্জি, এম এল সি সম্পাদক আচার্য প্রফুল্লচন্দ্র রায় জন্মশতবার্ষিকী উৎসব কমিটি, ৪নং বক্তিয়ার সাহ রোড, কলিকাতা ৩৩, ফোনঃ ৪৬-২৫৯১
২। ডাঃ সুকুমার মিত্র, চারুচন্দ্র কলেজ, ২২নং লেক রোড কলিকাতা-২৯ ফোন ৪৬-৩৭৭৫
৩। শ্রীসুদেব রায় চৌধুরী, ১৩।এ মহেন্দ্র চ্যাটার্জি লেন, গোবরা (পার্কসার্কাস) কলিকাতা-১৪, ফোন ২৩-২২৮৩
৪। শ্রীশান্তি মিত্র, বার্তা সম্পাদক জনসেবক পত্রিকা, ফোন ২৪-৪৩২৫ |
|