|
শুক্রবার কলিকাতার সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়।
ঐ অনুষ্ঠানের সভাপতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায় ব্যাঙ্কগুলিকে গ্রামের দিকে আরও দৃষ্টি দিবার অনুরেধ জানান। তিনি বলেন, জমিদারী প্রথা উচ্ছেদের পর এখন কৃষিজ আয় আরও বেশী লোকের মধ্যে ছড়াইয়া পড়িতেছে। সুতরাং গ্রামের অধিবাসীরাও যাহাতে ‘ব্যাঙ্কিং’ পদ্ধতির সুযোগ লইতে পারে তাহার ব্যবস্থা করা উচিত।
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সেন্ট্রাল ব্যাঙ্ককে অভিনন্দিত করিয়া মুখ্যমন্ত্রী এই আশা করেন যে, তাঁহারা পূর্বের ন্যায় ভবিষ্যতেও জনসেবার আদর্শে অটল থাকিবেন।
মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাইবার পর ব্যাঙ্কের চোয়ারম্যান সার হোমি মোদি সংক্ষেপে সেন্ট্রাল ব্যাঙ্কের ইতিহাস বিবৃত করেন। তিনি বলেন, ভারতের শিল্প ও ব্যবসার প্রসারের উদ্দেশ্য লইয়া স্থাপিত এ ব্যাঙ্কের শাখার সংখ্যা বতর্মানে ৩২০টি। কর্মী আছেন প্রায় ১২ হাজার।
সার হোমি বলেন, ছোট ছোট শিল্প এবং পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য সেন্ট্রাল ব্যাঙ্ক যথেষ্ট সাহায্য করিয়াছে। গ্রামাঞ্চলে ঋণ দিবার জন্য আরও শাখা খোলা হইতেছে। ইহা ছাড়া আরেকটি ব্যাঙ্কের সহযোগিতায় শীঘ্রই এক ব্যাঙ্ক কর্মচারী শিক্ষণ কলেজ খোলা হইতেছে।
তিনি ব্যাঙ্কের উন্নতির জন্য বিশেষ করিয়া উহার জেনারেল ম্যানেজার শ্রী এন কে করজিয়া এবং কলিকাতা শাখার এজেন্ট শ্রী বি সি সর্বাধিকারীকে ধন্যবাদ জানান।
ঐ উপলক্ষে ডাঃ রায় ‘সুবর্ণ জয়ন্তী কেক’ কাটেন। আলিপুরে রয়্যাল এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার সমিতির প্রকান্ড সাজান বাগানে ঐ উৎসব হয়। বাগানটি আলোর দ্যুতিতে ঝলমল করে। মহিলা এবং পুরুষ মিলাইয়া প্রায় তিন হাজার অভ্যাগত ঐ অনুষ্ঠানে যোগ দেন।
|
|