|
|
সজনীকান্ত দাসের জীবনাবসান
(স্টাফ রিপোর্টার) |
|
|
|
বাঙ্গলার খ্যাতিমান কবি, সমালোচক ও সাহিত্যিক শ্রীসজনীকান্ত দাস রবিবার বিকালে তাঁহার বেলগাছিয়ার বাড়িতে পরলোকগমন করেন।
গত শুক্রবার তিনি হঠাৎ অসুস্থ হইয়া পড়েন এবং তখন হইতেই তাঁহার অবস্থা দ্রুত খারাপের দিকে যাইতে থাকে। তিনি করোনারী থ্রম্বোসিস রোগেই আক্রান্ত হইয়াছেন বলিয়া চিকিৎসকগণ অনুমান করেন এবং ঐ রোগেই তাঁহার মৃত্যু হয়।
মৃত্যুকালে তাঁহার বয়স ৬১ বৎসর হইয়াছিল। তিনি পত্নী, একমাত্র পুত্র এবং পাঁচ কন্যা এবং বহু আত্মীয়স্বজন রাখিয়া গিয়াছেন।
তাঁহার মৃত্যুসংবাদ পাইবামাত্রই তাঁহার বন্ধু, স্বজন, অনুরাগী ও পুরাতন দিনের সহকর্মীদের অনেকে দলে দলে তাঁহার গৃহে আসিয়া তাঁহাকে শেষবারের মত দেখিয়া যান। বহু সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ হইতে তাঁহার শবদেহে মাল্যদান করা হয়। |
|
|
অন্তিম শয়নে সজনী দাস। ফটো: আনন্দবাজার |
সন্ধ্যার পর এক মৌন শোভাযাত্রা করিয়া তাঁহার নশ্বরদেহ শেষকৃত্য সমাপনের জন্য নিমতলা ঘাটে লইয়া যাওয়া হয় ও এখানেই গভীর রাত্রে তাঁহার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়। পথে বঙ্গীয় সাহিত্য পরিষদে তাঁহার দেহটি কিছু সময়ের জন্য নামানো হইয়াছিল। পরিষদের পক্ষ হইতে তাঁহার মরদেহ মাল্যভূষিত করা হয়। বেলগাছিয়া হইতে নিমতলা শ্মশান পর্যন্ত পথে বহু সাহিত্যানুরাগী ব্যক্তি তাঁহার শোভাযাত্রায় অনুগমন করেন। |
ফিরে দেখা... |