|
|
ময়দানে বিরাট জনসভায় ডাঃ রায়ের ভাষণ
(স্টাফ রিপোর্টার) |
|
|
|
রবিবার মনুমেন্টের নীচে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি আয়োজিত এক বিরাট নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায় কম্যুনিস্ট পার্টির নীতি ও কর্মপন্থার তীব্র সমালোচনা করেন এবং বলেন, এই দলের মূল উদ্দেশ্য দেশের কল্যাণ বা উন্নয়ন নয়, ক্ষমতা দখল করা। দেশবাসীর পক্ষে এই দলকে “খারিজ করিয়া দেওয়া উচিত”।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীলালবাহাদুর শান্ত্রী বলেন, কংগ্রেস সরকার “সেবক” রূপে দেশের কাজ করিতে চাহেন। তাঁহাদের মধ্যে দোষ-ত্রুটি দুর্বলতা নাই, একথা তিনি বলিতে চাহেন না। তবে স্বাধীনতার পর তাঁহারা নানা কঠিন সমস্যার মোকাবিলা করিয়াও “দেশকো কাফি আগে বাঢ়ায়া।” এজন্য তাঁহারা গর্ব অনুভব করেন।
|
|
রবিবার কলিকাতার ময়দানে কংগ্রেসের নির্বাচনী সভা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায় বিরাট জনসমাবেশে ভাষণ দিতেছেন। তাঁহার বামে বসিয়া আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীলালবাহাদুর শাস্ত্রী। |
প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রীঅতুল ঘোষ রবিবার পশ্চিমবঙ্গ কম্যুনিস্ট পার্টির মুখপত্রে একটি ইংরেজ কোম্পানীর ফ্যাক্টরীর ম্যানেজারের নিকট গত ১৯৫৫ সালে কংগ্রেস সভাপতিকে টাকার তোড়া দিবার ব্যাপারে চাঁদা চাহিয়া শ্রী ঘোষ কর্তৃক লিখিত পত্রের যে প্রতিলিপি প্রকাশিত হইয়াছে তৎসম্পর্কে বলেন, ঐ ধরণের চিঠি তাঁহারা বছরে দুই পাঁচ হাজার লিখিয়া থাকেন। কংগ্রেস ধনী দরিদ্র নির্বিশেষে সকলের নিকট চাঁদা সংগ্রহ করে। সংগৃহীত অর্থের যথাযথ অডিট করানো হয়। কিন্তু কম্যুনিস্ট পার্টি যে টাকা তোলে, তাহার হিসাব দেওয়া যায় না। শ্রীজ্যোতি বসু তাঁহার দলের নির্বাচনী তহবিলে যে আট লক্ষ টাকা চাঁদা সংগ্রহের কথা বলিয়াছেন, ঐ টাকা তাঁহারা কোথায় পাইলেন, তাহা তিনি প্রশ্ন করেন।
ডাঃ রায় সমবেত বিপুল জনতার মুহুর্মুহু করতালি ধ্বনির মধ্যে বলেন, কম্যুনিস্ট পার্টির আদর্শ যদি কাস্তে-মুগুর-লাল ঝাণ্ডা হয়, “সে তো তোমার নয়। সে তো ধার করা জিনিস নয়, তার সফলতা কি করে হবে।” |
ফিরে দেখা... |
|