৪ কার্তিক ১৪১৮ সোমবার ২১ নভেম্বর ২০১১





নয়া পয়সার রেজকির অভাব




য়া পয়সার রেজকির অভাবে যাত্রীদের নিকট টিকিট বিক্রয় করার ব্যাপারে কলিকাতা ট্রাম কোম্পানী ও রাষ্ট্রীয় পরিবহণ কর্পোরেশন বর্তমানে যে অসুবিধা ভোগ করিতেছেন অবিলম্বে তাহা মিটিবার কোম আশা দেখা যাইতেছেনা।

টাঁকশালে ডবল শিফট্ কাজ করাইয়াও রিজার্ভ ব্যাঙ্ক নয়া পয়সার ঐ চাহিদা মিটাইতে সমর্থ হইতেছেন না বলিয়া জানা গিয়াছে।

অন্য দিকে এইরূপ জনশ্রুতি উঠিয়াছে যে, তার উচ্চমূল্যের পরিপ্রেক্ষিতে লাভের আশায় এক শ্রেণীর মতলববাজ লোক এক নয়া পয়সা গলাইয়া তামায় পরিণত করিতেছে এবং দুই নয়া পয়াসা গলাইয়া ‘নিকেল’ বাহির করিয়া লইতেছে। কলিকাতাস্থ রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ অবশ্য ঐরূপ অভিযোগের পিছনে সত্যের কোন ভিত্তি আছে বলিয়া মনে করেন না।

ট্রামে-বাসে যাত্রীদের নিকট টিকিট বিক্রয় করায় অসুবিধা

কলিকাতা ট্রাম কোম্পানীর প্রত্যহ পাঁচ হইতে ছয় হাজার দুই নয়া পয়সার মুদ্রার প্রয়োজন হয়, অথচ সেক্ষেত্রে তাঁহার দৈনিক এক হাজারেরবেশী দুই নয়া পয়সা পান না। এক নয়া পয়সার মুদ্রার প্রয়োজন যেখানে চার হইতে পাঁচ হাজার সেখানে সরবরাহ হাজার মুদ্রার বেশী হয় না।দশ নয়া পয়সার সরবরাহও নাকি অত্যন্ত কমিয়া গিয়াছে।

রাষ্ট্রীয় পরিহবণ কর্পোরেশনও নাকি পঁচিশ হাজার টাকার রেজকি চাহিয়া রিজার্ভ ব্যাঙ্ক হইতে মাত্র আঠার হাজার টাকার বয়া পয়সার রেজকি পাইয়াছেন।



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


আমার শহরঅতীতের তাঁরাতারাদের চোখেআনাচে-কানাচেফিরে দেখাশিরোনামে শেষ তিরিশ

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.