|
|
রবীন্দ্র জন্মশতবার্ষিকী উৎসব |
|
|
|
• ইন্কাম-ট্যাক্স স্পোর্টস এ্যাণ্ড রিক্রিয়েশন ক্লাব
অদ্য ১লা নভেম্বর হইতে ৩রা নভেম্বর পর্যন্ত প্রত্যহ সন্ধ্যা ৬টায় ১৬৯, আচার্য জগদীশচন্দ্র বসু রোডস্থিত আয়কর অফিস প্রাঙ্গণে রবীন্দ্রনাথের শততম জন্মশতবার্ষিকী অনুষ্ঠিত হইবে। অনুষ্ঠান সূচিঃ ১লা নভেম্বর‘অচলায়তন’, লিটল্ থিয়েটার কর্তৃক: ২রা‘চণ্ডালিকা’-রূপ ও রাগ কর্তৃক এবং ৩রা‘সামান্য ক্ষতি’, উদয়শঙ্কর ও সম্প্রদায় কর্তৃক। পঙ্কজকুমার মল্লিক, দেবব্রত বিশ্বাস, চিন্ময় চট্টোপাধ্যায়, সুচিত্রা মিত্র প্রভৃতি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করিবেন।
•
স্টেট ব্যাঙ্ক অব জয়পুর কর্মচারীবৃন্দ
অদ্য সন্ধ্যা ৬টায় বিশ্বরূপা থিয়েটারে কলিকাতাস্থিত স্টেট ব্যাঙ্ক অব জয়পুরের কর্মচারীবৃন্দ রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালন করিবেন। ডঃ সুকুমার সেন প্রধান অতিথির আসন গ্রহণ করিবেন এবং ভারত সরকারের হিন্দী শিক্ষণ পরিকল্পনার আঞ্চলিক অফিসার ডঃ আই পাণ্ডুরঙ্গ রাও সভাপতিত্ব করিবেন। অবশেষে গীতবিতান কর্তৃক “শ্যামা” মঞ্চস্থ হইবে।
•
স্টেশনারী অফিস এমপ্লয়ীজ এসোসিয়েশন
আগামী ২রা ও ৩রা নভেম্বর মহাজাতিসদনে বেলা ৫ ঘটিকায় গবর্নমেন্ট অফ্ ইন্ডিয়া স্টেশনারী অফিস এমপ্লয়িজ এসোসিয়েশান কর্তৃক রবীন্দ্র জন্মশতবার্ষিকী উৎসব পালিত হইবে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করিবেন অধ্যাপক জগদীশ ভট্টাচার্য।
|
|
|