ফাইনালে পুরুলিয়া
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
সিএবি পরিচালিত অনূর্ধ্ব ১৯ ক্রিকেট ফাইনালে পুরুলিয়া খেলবে উত্তর দিনাজপুরের সঙ্গে। বাঁকুড়া ও মেদিনীপুরকে হারিয়ে পুরুলিয়া মালদহে গিয়েছিল পরের পর্বে খেলতে। মানভূম ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব হিমাদ্রি বন্দ্যোপাধ্যয় জানান, মালদহে পুরুলিয়া ৩১ জানুয়ারি হুগলিকে হারায়। প্রথমে ব্যাট করে পুরুলিয়া ১৮১ রান করে। হুগলি ৭৪ রানে অলআউট হয়ে যায়। পুরুলিয়ার হয়ে বিরজু কর্মকার ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন। গত রবিবার নদিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পুরুলিয়া ২০৭ রান তোলে। পুরুলিয়ার হয়ে শুভম দত্ত ৫০ ও পরান বাউরি ৪৬ রান করে। নদিয়া ১১৪ রানে অল আউট হয়ে যায়।
|
সাহিত্যবাসর
নিজস্ব সংবাদদাতা • সিমলাপাল |
সিমলাপাল কৃষ্টি পরিষদের উদ্যোগে প্রয়াত শিল্পী মান্না দে স্মরণে একটি সাহিত্যবাসর অনুষ্ঠিত হল বিক্রমপুরে। রবিবার ওই সাহিত্যবাসরে মান্না দে-র কিছু জনপ্রিয় গান, কবিতা আবৃত্তি, গল্পপাঠ করেন স্থানীয় শিল্পীরা।
|
স্মৃতি ফুটবলে জয়ী চির সবুজ |
প্রধান সিংহ মুড়া শহিদ স্মৃতি ফুটবল প্রতিযোগিতা হয়েছে আদ্রার ওয়্যারলেস ময়দানে। রবিবার ফাইনালে রাজ্য সশস্ত্র পুলিশের একাদশ ব্যাটেলিয়নের(ছররা) দলকে টাইব্রেকারে হারিয়েছে আদ্রার কাটারাঙ্গুনী চির সবুজ সঙ্ঘ। এলাকার ১৬টি দল যোগ দিয়েছিল। খেলা শুরু হয়েছিল ১৮ জানুয়ারি থেকে। উপস্থিত ছিলেন রাজ্যর মন্ত্রী শান্তিরাম মাহাতো-সহ তৃণমূলের জেলার প্রথম সারির নেতারা ও যুব তৃণমূলের পুরুলিয়ার সভাপতি গৌতম রায়।
|
শনি ও রবিবার দু’দিন বড়জোড়ার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার সঙ্ঘের ২০তম বার্ষিক অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী নিরন্তরানন্দ। সঙ্ঘের মন্দির প্রাঙ্গণে একটি স্বাস্থ্য শিবিরও হয়। রবিবার নরনারায়ণ সেবা, বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে।
|
দু’দিনব্যাপী একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা হল পাত্রসায়রে। প্রতিযোগিতার আয়োজন করেছিল স্থানীয় বৈদ্যনাথ স্মৃতি কলাকেন্দ্র। পাত্রসায়র গার্লস হাইস্কুলে শনি ও রবিবার প্রতিযোগিতাটি হয়। প্রতিযোগিতায় বসে আঁকো, ক্যুইজ, ম্যাজিক প্রদর্শনী, সঙ্গীত, নৃত্য, নাটক-সহ নানা বিভাগ ছিল।
|
সোমবার পুরুলিয়া শহরের কসাইডাঙা এলাকায় কুয়ো থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম শেখ ইবাদত (২০)। |