টুকরো খবর
গুলি করে ছিনতাই স্বরূপনগরে
গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছুড়ে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে স্বরূপনগর থানার বাবুরাস্তার মোড়ের ওই ঘটনায় আহত হয়েছেন গলদা গ্রামের গনি মিস্ত্রী ও পশ্চিম জয়নগর গ্রামের মনসুর গাজি নামে দুই ব্যবসায়ী। প্রথমে তাঁদের বসিরহাট জেলা হাসপাতাল ও পরে কলকাতার আরজিকর হাসরপাতালে পাঠানো হয়েছে। আর এক ব্যবসায়ী অলিউল মণ্ডল কোনওরকমে পালাতে সক্ষম হন। ব্যবসায়ীদের অভিযোগ, সত্তর হাজারেরও বেশি টাকা ছিনতাই করা হয়েছে। তবে সোমবার রাত পর্যন্ত অপরাধীদের গ্রেফতার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, এ দিন রাত ১১টা নাগাদ হঠাৎগঞ্জ বাজার থেকে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তিন ব্যবসায়ী। তাঁদের সঙ্গে দু’টি ব্যাগে লক্ষাধিক টাকা ছিল। বাবুরাস্তার মোড়ের কাছে লাল রঙের একটি মোটরবাইকে তাঁদের পথ আটকায় তিন দুষ্কৃতী। তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ব্যবসায়ীরা বাধা দেন। তখন তাঁদের মারধর করে দুষ্কৃতীরা। জখম ব্যবসায়ীদের বক্তব্য, অন্ধকারে ব্যাগ ছিনতাই করতে না পেরে প্রায় ৩-৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁদের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তখন টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মারধরের অভিযোগ
তৃণমূলের দুই গোষ্ঠীর অভিযোগ, পাল্টা অভিযোগে ক্ষুব্ধ দলীয় নেতৃত্ব। গত শুক্রবার হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করে মিনাখাঁর তৃণমূল প্রভাবিত বাস মালিক সমিতি জানায়, ব্রিগেডে তৃণমূলের সমাবেশে যাওয়ার জন্য হাড়োয়ার নেতাদের একটি বাস দিতে না পারায় চাপের মুখে পড়তে হয়েছে। ঘুসিঘাটা লকগেটের কাছে কুলটি পঞ্চায়েতের তৃণমূল প্রধান রউফ আলি মোল্লার নেতৃত্বে তৃণমূল কর্মীরা ১০টি বাস আটকে চালক-কন্ডাক্টরদের মারধর করেন। ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়। বাস মালিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগে রউফ বলেন, “অনেক আগে টাকা দিয়ে বাস ভাড়া করা সত্ত্বেও শেষ মুহূর্তে গাড়ি দেওয়া হয়নি। এতে দলের কর্মী-সমর্থকেরা খেপে যান। বাস মালিকদের অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন তাঁরা। কাউকে মারধর, জরিমানা করা হয়নি।”

দুর্ঘটনায় মৃত্যু ঠিকাশ্রমিকের
দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মাওলানা গাজি (২৫) নামে ওই যুবক শনিবার বিকেলে বসিরহাটের শাঁকচুড়োর কাছে টাকি রাস্তার ধারে বিদ্যুতের খুঁটির নীচে দাঁড়িয়ে লাইনের কাজ করছিলেন। সেই সময়ে একটি ম্যাটাডর তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। রবিবার দুপুরে মৃত্যু হয় তাঁর।

শ্লীলতাহানির অভিযোগে ধৃত
গৃহবধূর শ্লীলতাহানি করে পালানোর সময়ে পুলিশের হাতে ধরা পড়ে গেল প্রতিবেশী। শনিবার সন্ধ্যায় বসিরহাটের হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানার আমবেড়িয়া গ্রামের ঘটনা। ধৃত সনৎ মণ্ডলকে রবিবার বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তার ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমবেড়িয়া গ্রামে ওই মহিলার বাড়ির পাশেই সনৎ মণ্ডলের বাড়ি। ঘটনার সময় মহিলা বাড়িতে একা ছিলেন। সনৎ গিয়ে তাঁর কাছে জল খেতে চায়। মহিলা জল আনতে গেলে সনৎও তাঁর সঙ্গে ঘরে ঢুকে পড়ে পিছন থেকে তাঁর মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। মহিলা চিৎকার করতে শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। সনৎ পালিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.