|
|
|
|
আফজলের দেহ ফেরত চান স্ত্রী |
সাবির ইবন ইউসুফ • শ্রীনগর
৩ ফেব্রুয়ারি |
স্বামীর দেহ ফেরত চান তবসুম গুরু। আফজল গুরুর প্রথম মৃত্যুবার্ষিকীতে এটাই পণ তাঁর স্ত্রীর। সংসদ হামলায় অভিযুক্ত আফজলের ফাঁসি হয়েছিল গত বছর ৯ ফেব্রুয়ারি। কিন্তু তাঁর দেহ হাতে পাননি তবসুম। তাই নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ তিনি।
তবসুমের অভিযোগ, আফজলের ফাঁসির এক মাস আগে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল তাতে সই করেছিলেন। আফজল-পত্নীর বক্তব্য, ওঁরা সব আগে থেকেই জানতেন। তবসুমের দাবি, ফাঁসি হওয়ার আগে মানবিকতার খাতিরেও রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা তাঁর স্বামীর সঙ্গে দেখা করতে পারতেন। তিনি তা করেননি। ফাঁসির পরে কুম্ভীরাশ্রু দেখিয়ে জম্মু ও কাশ্মীরের মানুষকে বোকা বানানো হয়েছে। তবসুমের কথায়, “মৃত্যুর আগে পর্যন্ত স্বামীর দেহ আনার চেষ্টা চালিয়ে যাব। স্বামীর কবরের পাশেই মৃত্যুর পরে আমাকে যেন কবর দেওয়া হয় এই ইচ্ছে নিয়েই বেঁচে আছি।”
স্বামীর দেহ ফিরিয়ে আনার জন্য এর আগেও অনেক চেষ্টা করেছেন তবসুম। কিন্তু সরকারি তরফে তাঁদের সঙ্গে কোনও সহযোগিতাই করা হয়নি বলে অভিযোগ তাঁর। দেহ ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে লিখিত আবেদন জানালেও কোনও জবাব পাননি তিনি। ক্ষুব্ধ তবসুম তাই কেন্দ্রীয় সরকার বা জম্মু ও কাশ্মীরের সরকারের কাছে কিছুই আশা করেন না।
এখন তাঁর চিন্তা ছেলেকে নিয়ে। “ও খালি ওর বাবার কথা জিজ্ঞেস করে। ফাঁসির আগে ছেলেটার সঙ্গে বাবার দেখাও হয়নি। আর এই জন্য ছেলে আমায় সব সময় প্রশ্ন করে।” স্বামীর মৃত্যুবার্ষিকীতে ছেলেকে নিয়ে দিল্লির তিহাড় জেলে যাচ্ছেন না তবসুম। সেখানেই ফাঁসির পর কবর দেওয়া হয়েছিল আফজল গুরুকে। সরকার আবেদনে সাড়া দেয়নি বলে দিল্লিতেও আসতে চান না তবসুম। |
|
|
|
|
|