টুকরো খবর
টাকা গায়েবে বড় চক্র, ইঙ্গিত
ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের নেপথ্যে রয়েছে দেশ জুড়ে ছড়িয়ে থাকা কোনও চক্র। ওই ঘটনায় ধৃত ইজাজুল শেখকে জেরায় এমনই কিছু ইঙ্গিত মিলেছে। ৩১ জানুয়ারি লক্ষ্মণের অ্যাকাউন্ট থেকে লোপাট দশ লক্ষ টাকার হদিস মেলে বিধাননগরের এক ব্যাঙ্কে, ইজাজুলের অ্যাকাউন্টে। সূত্রের খবর, গ্যালাক্সি এন্টারপ্রাইজ নামে ওই অ্যাকাউন্টে জমা পড়া টাকার সাড়ে ৯ লক্ষ তুলতে চেয়েছিল সে। ব্যাঙ্ককে বলে, ওই টাকা লটারির। পুলিশ জেনেছে, লটারির এজেন্ট পরিচয়ে ৩ মাস আগে অ্যাকাউন্ট খোলে ইজাজুল। তাতে দশ লক্ষ টাকা দেখে সন্দেহ হয় ব্যাঙ্কের। ইজাজুল পুলিশকে জানায়, বিভিন্ন নামে পরিচয় দিত সে। পুলিশ জেনেছে, ২০১৩-য় রাজারহাটে থাকতে শুরু করে সে। পুলিশের অনুমান, এমন আরও কিছু অ্যাকাউন্টে লটারির টাকা বলে জালিয়াতির টাকা জমা পড়েছে।
পুরনো খবর:

ধর্ষণের অভিযোগ
এক পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। সোমবার, বেহালা থেকে। ধৃত বাসুদেব সেন পেশায় প্রোমোটার। অভিযোগকারিণীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, আদতে উত্তরবঙ্গের বাসিন্দা ওই তরুণী পর্ণশ্রীর একটি বহুতলে এক দম্পতির ফ্ল্যাটে কাজ করেন। ওই বহুতলটি বাসুদেববাবুরই তৈরি। অভিযোগ, বাসুদেববাবু আবাসনের একটি ফাঁকা ফ্ল্যাটে ওই পরিচারিকাকে একাধিক বার ধর্ষণ করেন। অন্য দিকে, এক তরুণীকে ধর্ষণে অভিযুক্ত আক্কাস আলি নামে এক ব্যক্তিকে শনিবার ১০ বছর সশ্রম কারাদণ্ড দিল আলিপুর আদালত। আলিপুরের তৃতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মুকুলকুমার কুণ্ডু কারাদণ্ড-সহ ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ে আরও দু’মাস কারবাসের কথা জানানো হয়েছে।

স্নাতকোত্তর পাঠ
স্নাতকোত্তর পর্যায়ের পঠনপাঠন শুরু হল মানিকতলা ইএসআই হাসপাতালে। সোমবার এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, হাসপাতালের সুপার ময়ূখ রায় প্রমুখ। স্নাতকোত্তর বিভাগের ডিন জয়শ্রী মিত্র জানান, চিকিৎসা পরিষেবা ছাড়াও মেডিক্যাল পড়ার দিক থেকেও এই প্রতিষ্ঠানকে প্রথম সারিতে আনা হচ্ছে।

ফের পিছোলো মামলা
মাঠপুকুর-কাণ্ড মামলায় ফের পিছিয়ে গেল অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ-গঠনের দিন। সোমবার এই মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শম্ভুনাথ কাও-সহ ছয় অভিযুক্তকে জেল হাজত থেকে আলিপুরের প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টে হাজির করানো হয়েছিল। মামলার একমাত্র জামিনে মুক্ত অভিযুক্ত দেবাশিস সরকারও দীর্ঘদিন গরহাজির থাকার পর এ দিন হাজির হয়। শুধু এক জন আইনজীবীর অনুপস্থিতিতে এ দিন মামলার চার্জ-গঠন হয়নি। বিচারক মীর রশিদ আলি চার্জ গঠনের পরবর্তী তারিখ ধার্য করেন ২৬ ফেব্রুয়ারি।

কসাইখানা উদ্বোধন
ছবি: দেবস্মিতা চক্রবর্তী।
আধুনিক মানের কসাইখানার উদ্বোধন হল শহরে। কেন্দ্র, রাজ্য এবং কলকাতা পুরসভার উদ্যোগে এই কসাইখানায় স্বাস্থ্যসম্মত ভাবে পশুনিধন হবে। প্রকল্প নির্মাণে খরচ হয়েছে প্রায় ২৮ কোটি টাকা। যার মধ্যে কেন্দ্রের দেওয়া ১৫ কোটি। সোমবার ট্যাংরার দেবেন্দ্রচন্দ্র দে রোডে এই কসাইখানার উদ্বোধন করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, দমকলমন্ত্রী জাভেদ খান, মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ প্রমুখ।

পুলিশের আবেদন
সাসপেন্ড হওয়া পুলিশকর্মী তারক দাসের জামিন খারিজের জন্য হাইকোর্টে আবেদন জানাল লালবাজার। বাঘা যতীন এলাকায় তৃণমূল কর্মীদের মারধর ও খুনের চেষ্টার অভিযোগেও তাঁকে খুঁজছে পুলিশ। গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ বলেন, “তারক দাস ফেরার। খোঁজ চলছে।”

দু’টি দুর্ঘটনা
দুর্ঘটনায় মৃত্যু হল এক বালকের। সোমবার, ট্যাংরার গোবিন্দ খটিক রোডে। মৃতের নাম রীতেশ হাজরা (১০)। পুলিশ জানায়, একটি মোটরসাইকেলের ধাক্কায় রীতেশ ছিটকে পড়ে। তখনই পিছন থেকে একটি গাড়ি তাকে ধাক্কা মারে। রবিবার রাতে লেক এলাকায় জীবনানন্দ সেতুতে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বাইকআরোহী এক যুবকের। পুলিশ জানায়, মৃত দিবাকর চক্রবর্তীর (২৩) বাড়ি রিজেন্ট পার্কের চণ্ডীতলা লেনে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.