জোর করে ক্লাবঘর দখল করে অঙ্গনওয়াড়ি চালুর চেষ্টায় আপত্তি জানালে হুমকি দিয়েছেন পঞ্চায়েত সদস্য, এই অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার অন্ডালের উখড়া পঞ্চায়েতে ঘেরাও করা হয় প্রধানকে। ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপিও দেন কাঁকরডাঙা গ্রামের ওই বাসিন্দারা।
ওই গ্রামবাসীরা জানান, এলাকার দু’দশকের পুরনো একটি ক্লাবঘর গ্রামের নানা কাজে ব্যবহৃত হয়। বিয়ে থেকে অন্নপ্রাশন, নানা অনুষ্ঠানে সেটি ব্যবহার করেন এলাকার মানুষজন। সম্প্রতি ওই এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালুর ব্যাপারে উদ্যোগী হয়েছে পঞ্চায়েত। এলাকাবাসীর দাবি, তাঁরা পঞ্চায়েত সূত্রে জেনেছেন, এলাকার পঞ্চায়েত সদস্য সাগরা বিবিকে ভবন নির্মাণের জন্য জায়গা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। |
বাসিন্দাদের অভিযোগ, ওই পঞ্চায়েত সদস্য জায়গা খোঁজার পরিবর্তে তাঁদের ক্লাব ভবনটি দখল করে অঙ্গনওয়াড়ি চালুর সিদ্ধান্ত নিয়েছেন। দিন কয়েক আগে তাঁর কাছে গিয়ে এর প্রতিবাদও করেন তাঁরা। অভিযোগ, রবিবার সন্ধ্যায় ওই ক্লাবঘরে হাজির হয়ে সাগরা বিবি হুমকি দেন, যারা অঙ্গনওয়াড়ি চালুর প্রতিবাদ করবে তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হবে।
এ দিন প্রধান আশিস কর্মকারের কাছে গ্রামবাসীরা দাবি করেন, ক্লাবঘরে অঙ্গনওয়াড়ি করা যাবে না এবং তাঁদের হুমকি দেওয়ার জন্য সাগরা বিবির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আশিসবাবু জানান, বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। সাগরা বিবি অবশ্য বলেন, “যত দিন বিকল্প জায়গা খুঁজে না পাওয়া যাচ্ছে, ক্লাব ভবনে অঙ্গনওয়াড়ির কাজ চালাতে দেওয়ার অনুরোধ জানিয়েছি এলাকাবাসীর কাছে। হুমকি দেওয়ার অভিযোগ ঠিক নয়।” |