আটক অস্ত্র-সহ গাড়ি, ধৃত চার
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
তাড়া করে মালবাহী গাড়ি আটকে চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে কাটোয়া শহরের মাঠপাড়া এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃতদের হল, কাটোয়া শ্রীখণ্ডের বাবু মাঝি, মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামের শেখ আমজাদ, কুলসোনা গ্রামের আলি খান ও গোবর্ধনপুরের আকাশ খান। তবে ওই মালবাহী গাড়ির চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ। সোমবার ধৃতদের কাটোয়া এসিজেএম আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে সাদা রঙের একটি ছোট মালবাহী গাড়ি বর্ধমান-কাটোয়া রোড দিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল। কাটোয়া শহরের ছোট লাইনের কাছে এসআই সুদীপ্ত জানা-সহ তিন পুলিশকর্মী টহল দিচ্ছিলেন। গাড়িটির গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় গাড়িটির পিছু নেয় পুলিশ। পুলিশকে পিছনে আসতে দেখে গাড়িটি শিরিষতলা থেকে মাঠপাড়া দিয়ে ঢুকে পড়ে। কিছুটা যাওয়ার পরেই অবশ্য পুলিশ গাড়িটিকে পাকড়াও করে ফেলে। চালক পালিয়ে গেলেও বাকিরা ধরা পড়ে যায়। গাড়িটি থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি ও দোকানের শাটার বা বাড়ির গ্রিল ভাঙার নানারকম সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, ধৃতেরা জেরায় জানিয়েছে, চন্দ্রপুর এলাকার নানা দোকান ও বাড়িতে ছিনতাই ও লুঠপাটের ঘটনায় তারা জড়িত। গাড়িটিকে আটক করেছে পুলিশ।
|
নতুন ছাত্র সংসদ বর্ধমানে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
তুমুল তর্কাতর্কির মধ্যে গঠিত হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র সংসদ। বৈঠকের পৌরহিত্য করেন উপাচার্য স্মৃতিকুমার সরকার। ছিলেন শিক্ষক সর্বেশ্বর চৌধুর ও নির্বাচন আধিকারিক কল্যাণ মুখোপাধ্যায়। সোমবার একটি প্যানেল জমা পড়ার পরে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে অনেকে প্রতিবাদ করে বলতে থাকেন, তাঁরা আলাদা প্যানেল দিতে চান। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা আলাদা প্যানেল জমা দিতে না পারায় আগের প্যানলটিই চূড়ান্ত হয়ে যায়। এ বারের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছেন দীপক পাত্র, সভাপতি হয়েছেন আমিরূল ইসলাম। ১৪ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। দীপকবাবু বলেন, “ছাত্রী হস্টেলগুলির চূড়ান্ত অব্যবস্থা কাটাতে আমরা উপাচার্যের কাছে দাবি জানাব। |