ধোনির আস্থা কি হারাতে চলেছেন সুরেশ রায়না? নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় ম্যাচে হারের পর ক্রিকেট মহলে যে সেই জল্পনাই তুঙ্গে।
যা উসকে দিয়েছে ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির একটি মন্তব্য। হ্যামিল্টনে কিউয়িদের কাছে পনেরো রানে হারের পর রায়নাকে উদ্দেশ্য করে ধোনির পরামর্শ, “স্ট্রোক প্লেয়ারদের শট নির্বাচনে আরও নিয়ন্ত্রিত মানসিকতার পরিচয় দেওয়া প্রয়োজন।”
ম্যাচে বাইশ বলে ৩৫ রান করলেও অবিবেচকের মতো রায়নার আউট হওয়া নিয়ে ‘ক্যাপ্টেন কুল’ যে সন্তুষ্ট নয়, তা ধোনির মন্তব্যেই পরিষ্কার। বলেছেন, “রায়না ভারতীয় দলের অন্যতম আগ্রাসী ক্রিকেটার। কিন্তু ম্যাচে কোন জায়গা দিয়ে শট খেলতে হবে সেটা জানা জরুরি। যদি মারার রাস্তা বন্ধ থাকে, তা হলে বিকল্প রাস্তাটার খোঁজও রাখতে হবে।” এখানেই না থেমে আইপিএল-এ চেন্নাই সুপার কিংসে নিজের সতীর্থের সম্পর্কে ধোনির সংযোজন, “ব্যাপারটা এমন নয় যে মারার রাস্তা বন্ধ হয়ে গেলেই বড় শট মেরে বিকল্প পথ খুঁজে ফেলা যাবে।” |
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে গত বছর একদিনের সিরিজে রান পেলেও রায়নার সাম্প্রতিক ফর্ম নিয়েও বড়সড় প্রশ্ন রয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। গত তিন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রায়নার রান ৩৯, ১৭, ১৬, ২৮, ০, ২৩, ২৪, ১৪, ১৬। আর নিউজিল্যান্ডে দু’ম্যাচে তাঁর স্কোর ১৮ এবং ৩৫।
তবে ছ’নম্বর জায়গায় রায়নার বিকল্প কোনও নাম টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্কে ঘুরপাক খাচ্ছে কি না, তা জানতে চাইলে ঝেড়ে কাশেননি ভারত অধিনায়ক। বলেছেন, “এখনও অনেক জায়গা দেখা বাকি। মাত্র একটা ম্যাচের পরই স্ট্র্যাটেজি বা দল বদলানোর চিন্তা ভাবনা হয় না।” |