আলো বিভ্রাট, শীঘ্রই বৈঠকে বসবে কমিটি
ত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মাঝপথে আচমকা ফ্লাডলাইট নিভে যাওয়ার ঘটনায় তাদেরই এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ ঘিরে স্টেডিয়াম কমিটির বৈঠক ডাকার আর্জি জানালেন কর্মকর্তাদের একাংশ। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কমিটির সদস্য তথা মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপরতন ঘোষ ওই আর্জি জানান। শীঘ্রই এ ব্যাপারে বৈঠক ডাকার কথা জানিয়েছেন মহকুমাশাসক ও স্টেডিয়াম কমিটির চেয়ারপার্সন দীপাপ প্রিয়া।
অনুষ্ঠান শেষের আগেই উদ্যোক্তাদের সঙ্গে কথা না বলেই মাঠের দক্ষিণ দিকের ফ্লাডলাইটের আলো নিভিয়ে দেওয়ার জন্য অলোক কুণ্ডু নামে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের তির তিনি মহকুমা ক্রীড়া পরিষদের কাজেও যুক্ত। অরূপরতনবাবু বলেন, “অলোকবাবুর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা নিয়ে স্টেডিয়াম কমিটির বৈঠক ডাকার জন্য আর্জি জানিয়েছি। তা ছাড়া মুখ্যমন্ত্রীর সফর সূচিতে ব্যস্ত রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। মুখ্যমন্ত্রীর সফর শেষে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর সঙ্গেও আলোচনা করব।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া। বুধবার
দার্জিলিঙের লেবং স্টেডিয়ামের অনুষ্ঠানে। ছবি: বিশ্বরূপ বসাক।
সোমবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ওই ঘটনা নিয়ে ক্ষুব্ধ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি ইতিমধ্যেই এ ব্যাপারে অলোকবাবুর বিরুদ্ধে পুলিশ আধিকারিকদের এফআইআর করার নির্দেশ দিয়েছেন। মহকুমাশাসক তথা স্টেডিয়াম কমিটির চেয়ারপার্সন দীপাপ প্রিয়া জানান, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান নিয়ে ব্যস্ততা রয়েছে। তার পরেই এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। তিনি বলেন, “শীঘ্রই স্টেডিয়াম কমিটির বৈঠক ডেকে বিষয়টি আলোচনা করা হবে। সদস্যদের মতামত নেওয়া হবে।” সেই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে আলোকবাবুকে জেরা করার বিষয়টিও তিনি আগে জানিয়েছেন।
উল্লেখ্য, ওই দিন সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করে মঞ্চ থেকে নেমে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবং মন্ত্রী, আধিকারিকদের একাংশ তাঁর সঙ্গে চলে যাওয়ার পরও অনুষ্ঠান আরও কিছুক্ষণ চলার কথা। সে জন্য উৎসব মঞ্চে তখনও অভিনেতা প্রসেনজিৎ, গায়ক বাপ্পি লাহিড়ি ও নচিকেতা-সহ অনেক বিশিষ্ট শিল্পীরা ছিলেন। গ্যালারি এবং মঞ্চের সামনে বসে অনুষ্ঠান দেখছিলেন দর্শকেরাও। আচমকা মাঠের দক্ষিণ দিকের ফ্লাড লাইট নিভিয়ে দেওয়ায় আলো-আঁধারি পরিবেশ তৈরি হয় স্টেডিয়ামে। দর্শকদের একাংশের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ওই সময় অনেকেই ব্যারিকেড টপকে মঞ্চে উঠে তারকাদের অটোগ্রাফ নিতে চেষ্টা করেন। কর্মকর্তারা ছুটে গিয়ে তারকাদের নিরাপদে নামিয়ে আনতে তৎপর হন। সে সময় ধাক্কাধাক্কিতে প্রসেনজিতের হাতের আঙুলে চোট লাগে। উৎসব কমিটির তরফে যে কর্মী আলো নেভান তাঁকে ডেকে পাঠানো হলে তিনি অলোকবাবুর নির্দেশে ওই কাজ করেছেন বলে জানিয়ে দেন। এর পর অলোকবাবুকে ডাকা হলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি বলে উৎসব কমিটি সূত্রে জানা গিয়েছে।

পুরনো খবর:





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.