|
|
|
|
খুন করতে পারেন না তারুর, ক্লিনচিট সুনন্দার ছেলেরও
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
২২ জানুয়ারি |
মায়ের মৃত্যুর পিছনে শশী তারুরের হাত নেই বলেই মনে করেন সুনন্দা পুষ্করের ছেলে শিব মেনন। এ দিন তিনি সংবাদমাধ্যমকে বলেন, “শশী আমার মাকে আঘাত করতে পারেন বলে মনে করি না।” তিনি আরও জানিয়েছেন বাবা-মায়ের সম্পর্ক ছিল স্বাভাবিক আর পরস্পরকে যথেষ্ট ভালবাসতেন। মাঝে মধ্যে ছোটখাটো কিছু সমস্যা হলেও তা দু’জনে মিটিয়ে নিতেন।
তবে কি তিনি মনে করেন, আত্মহত্যা করেছেন সুনন্দা? এর জবাবে শিব বলেন, “যাঁরা আমার মাকে চেনেন তাঁরা সকলেই জানেন তিনি কতটা দৃঢ় মহিলা ছিলেন।
তাই তিনি আত্মহত্যা করতে পারেন, এ কথা কোনও মতেই বিশ্বাসযোগ্য নয়।”
শিব মনে করেন, তাঁর মায়ের মৃত্যু, খুন বা আত্মহত্যা একটাও নয়। তাঁর কথায়, “মায়ের মৃত্যু হয়েছে খুব শান্তিতে। ঘুমের মধ্যেই মারা গিয়েছিলেন তিনি।” বরং সংবাদমাধ্যমের চাপ, টেনশন এবং কিছু ভুল ওষুধ এক সঙ্গে খাওয়া সব মিলিয়েই দুর্ভাগ্যজনক ভাবে সুনন্দার মৃত্যু হয়েছে বলে মনে করেন শিব।
ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে সুনন্দার। এমনকী তাঁর দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন মিলেছে বলেও জানান চিকিৎসকেরা। তবে ওই আঘাতের জন্য মৃত্যু হয়নি বলেও জানিয়েছিলেন তাঁরা। কী ধরনের বিষের প্রভাবে সুনন্দার মৃত্যু হয়েছে তা নিয়ে এখনও মুখ খোলেননি চিকিৎসকেরা। ভিসেরা রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে বলে পুলিশের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে।
এরই মধ্যে বুধবার এনসিপি-র মুখপাত্র ডি পি ত্রিপাঠী দাবি করেন, সুনন্দা পুষ্করের মৃত্যুর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দফতরের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়া উচিত শশী তারুরের। তবে জোটসঙ্গীর এই দাবি উড়িয়ে দিয়েছে কংগ্রেস। এ দিনই কংগ্রেসের এক মুখপাত্র জানিয়েছেন, শশীর বিরুদ্ধে কেউ কোনও অভিযোগ জানাননি। তাই তাঁর পদত্যাগের প্রশ্নই ওঠে না।
|
পুরনো খবর: আত্মহত্যা বা খুন, সব দিক মাথায় রেখে সুনন্দা-তদন্ত |
|
|
|
|
|