টুকরো খবর |
কোকরাঝাড়ে বনধ
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
বরোল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক (বিটিএডি)-র কোকরাঝাড় জেলায় জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে ‘সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের’ ডাকা ২৪ ঘন্টা জেলা বন্ধ-এ জেরে জনজীবন বিপর্যস্ত হয়। গত শনিবার এবং মঙ্গলবার রাতে কোকরাঝাড় জেলায় দুজন বাঙালি ব্যবসায়ীকে গুলি করে খুন করে জঙ্গিরা। বুধবার সকাল ৫টা থেকে আজ, বৃহস্পতিবার সকাল ৫টা পর্যন্ত এই বনধ-এর ডাক দেওয়া হয়েছে। এদিন কোকরাঝাড় এবং গোসাইগাঁও মহকুমায় যানবাহন চলাচল, দোকানপাট, স্কুল, কলেজ সব বন্ধ ছিল। সকালে কোকরাঝাড় থানার সামনে একটি ছোট গাড়িতে ভাঙচুর চালায় বনধ সমর্থনকারীরা। পুলিশ এক জনকে গ্রেফতার করে। তবে সন্ধ্যা অবধি আর কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে এ দিন অতিরিক্ত পুলিশ সুপার সুরজিত সিংহ পানেশ্বর জানিয়েছেন।
|
অ্যাসিডে জখম তরুণী হাইকোর্টে |
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অ্যাসিড-হামলায় আহত মহিলাকে রাজ্য সরকারের তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা। কিন্তু রাজ্য সরকার তা দিচ্ছে না বলে ডায়মন্ড হারবারের এক তরুণী বুধবার কলকাতা হাইকোর্টে অভিযোগ জানান। তরুণীর অভিযোগ, রিঙ্কু নামে এক যুবক ২০১৩ সালের ২৬ জুন তাঁকে জোর করে অ্যাসিড খাইয়ে দেয়। তাঁর পাকস্থলি ও অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। ১৮ দিন হাসপাতালে থাকার পরে তিনি বাড়ি ফেরেন। তিনি পানীয় ছাড়া কিছুই খেতে পারেন না। তাঁর বাবা ক্ষতিপূরণ চেয়ে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি লেখেন। কিন্তু টাকা মেলেনি। কেন ওই তরুণীকে টাকা দেওয়া হয়নি, রাজ্যকে হলফনামা দিয়ে তা জানানোর নির্দেশ দেন বিচারপতি জয়মাল্য বাগচী।
|
অমেঠিতে কালো পতাকা রাহুলকে |
সারা দেশে দলের প্রচারের কান্ডারি নিযুক্ত হওয়ার পরে প্রথম বার নিজের নির্বাচনী কেন্দ্রে পা রেখেই অস্বস্তিতে পড়লেন রাহুল গাঁধী। বুধবার অমেঠিতে তাঁকে কালো পতাকা দেখাল ভারতীয় কিষাণ ইউনিয়নের এক দল সমর্থক। কৃষক স্বার্থে যথেষ্ট কাজ না হওয়ায় ক্ষোভ জানায় তারা। রাহুল এ দিকে রাজ্যের অখিলেশ যাদব সরকারের কড়া সমালোচনা করেন বিদ্যুৎ ও সড়কের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি না হওয়ার জন্য। বোন প্রিয়ঙ্কাকে নিয়ে তিনি দু’দিনের জন্য নিজের কেন্দ্রে এসেছেন বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ কতটা কী এগিয়েছে তা খতিয়ে দেখতে ও দলের কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচার নিয়ে আলোচনা করতে। সম্প্রতি আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাস অমেঠিতে এসে রাহুলকে নিশানা করে অভিযোগ করেছেন, অনেক উন্নয়ন হয়েছে বলে দাবি করা হচ্ছে, আসলে কিছুই হয়নি।
|
ভূস্বর্গ অচল |
রাতভর তুষারপাতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীরের জনজীবন। বন্ধ হয়ে গিয়েছে রাজ্যের একাধিক সড়ক-সহ শ্রীনগর-জম্মু সড়ক। বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়েছে গত রাত থেকেই। পহেলগাম, গুলমার্গ, কোকেরাং ইত্যাদি এলাকা দু’ফুট উঁচু বরফে ঢাকার খবর পাওয়া গিয়েছে। তাপমাত্রা নেমেছে শূন্য থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস নীচে। সারা রাজ্য ঢেকে রয়েছে ১০ ইঞ্চি পুরু বরফে।
|
আর্জি দম্পতির |
সিবিআই আদালতের রায়ের বিরোধিতা করে ইলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হলেন আরুষি ও হেমরাজ হত্যায় অভিযুক্ত চিকিৎসক দম্পতি রাজেশ ও নূপুর তলোয়ার। ২০০৮ সালে ১৪ বছরের কিশোরী আরুষি ও পরিচারক হেমরাজের খুনের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে সিবিআই আদালত। এই রায়ের বিরুদ্ধে আর্জি জানিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার শুনানি শুরু হবে।
|
রাজনাথের স্তুতি |
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরি ঠাকুরকে কোনওদিন সাধারণ জীবনযাপন পালনের কথা লোকসমক্ষে বলতে হয়নিএমনই মন্তব্য করলেন রাজনাথ সিংহ। পটনায় কর্পূরি ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বিজেপি সভাপতি বলেন, “সাধারণ জীবনযাপন নিয়ে রীতিমতো প্রচার করছে আম আদমি পার্টি। অথচ প্রকৃত অর্থে যে মানুষটি অতি সাধারণ ছিলেন, তিনি কোনওদিন এ সব নিয়ে মন্তব্য করেননি।”
|
মুক্ত ম্যানেজার |
অপহরণের পাঁচ দিন পর মুক্তি পেলেন শোণিতপুরের চা বাগান ম্যানেজার। ১৬ জানুয়ারি বিশ্বনাথ চারিয়ালির পাভৈ চা বাগানে হানা দিয়ে সশস্ত্র জঙ্গিরা ম্যানেজার ভরত সিংহ রাঠৌরকে অপহরণ করে। মোটা টাকা মুক্তিপণও চাওয়া হয়। পুলিশ তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পায়নি। চা বাগান সূত্রে খবর, মুক্তিপণ দিয়েই রেহাই পান ভরত। মঙ্গলবার রাতে অসম-অরুণাচল সীমানায় জঙ্গিরা তাঁকে ছেড়ে যায়। এ দিন বাগানে ফেরেন তিনি। তিনি জানান, সম্ভবত অপহরণকারীরা আদিবাসী জঙ্গি। তাদের কাছে রাইফেল, পিস্তল ও তীর-ধনুক ছিল। জঙ্গিরা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। পা ব্যথা হলে মালিশও করে দেয়। |
|