|
|
|
|
মানসের ভাই নতুন সভাপতি, প্রকাশ্যে কংগ্রেসের কোন্দল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সবে সোমবার নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হয়েছে। আর বুধবারই কংগ্রেসের আভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এল। কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার ভাই বিকাশ ভুঁইয়াকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়ার প্রতিবাদে সরব দলেরই এক গোষ্ঠী। বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা-কর্মীরা এ দিন মেদিনীপুরে দলের জেলা কার্যালয়ে একটি ফ্লেক্সও সাঁটিয়ে দেন। যেখানে লেখা ছিল, ‘মানস কংগ্রেস কার্যালয়’। দলের সিদ্ধান্ত যে তাঁরা মেনে নিতে পারছেন না, তা প্রকাশ্যে বলছেন অনিল শিকারিয়া। সদ্য সমাপ্ত মেদিনীপুর পুরসভা নির্বাচনে অনিলবাবুকে দলের প্রচার কমিটির চেয়ারম্যান করেছিলেন নেতৃত্ব। বুধবার তিনি বলেন, “ওই ফ্লেক্স কে বা কারা সাঁটিয়েছে বলতে পারব না! তবে দলের এই সিদ্ধান্তে মেদিনীপুরের কংগ্রেস কর্মীরা হতাশ। দুর্ভাগ্য আমরা মানসদার পরিবারের কেউ নই!” তবে, যাঁকে অব্যাহতি দিয়ে নতুন সভাপতির নাম ঘোষণা করেছে দলের হাইকমান্ড, সেই স্বপন দুবে কিন্তু বিক্ষুব্ধ গোষ্ঠীর এমন কাজকর্মের সমালোচনা করেছেন। তাঁর কথায়, “এটা জঘন্য কাজ। যে বা যাঁরা এমন কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” |
|
দলের জেলা কাযার্লয়ে মানস ভুঁইয়ার নামে পোস্টার। ছবি: রামপ্রসাদ সাউ। |
মূলত, নির্বাচনকে সামনে রেখেই জেলা কংগ্রেসের সর্বোচ্চ পদে রদবদল করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। স্বপন দুবেকে অব্যাহতি দিয়ে বিকাশ ভুঁইয়াকে জেলা কংগ্রেসের সভাপতি করা হয়েছে। সঙ্গে প্রস্তাবিত ঝাড়গ্রাম জেলার জন্য দলের সভাপতি করা হয়েছে নিখিল মাইতিকে। নিখিলবাবু জেলা কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন। বিকাশবাবু জেলা কংগ্রেসের সহ-সম্পাদক ছিলেন। সোমবার কংগ্রেস হাইকমান্ড এই রদবদল করেন। রাতে খবর পৌঁছয় জেলায়। জেলার সর্বত্র কংগ্রেসের সংগঠন শক্তপোক্ত নয়। খড়্গপুর, ঘাটাল, মেদিনীপুর, সবংয়ের মতো কয়েকটি এলাকা ছাড়া বেশিরভাগ অঞ্চলেই দলের হাল ধরার লোক নেই। এরই মধ্যে দলের আভ্যন্তরীণ কোন্দল মাঝেমধ্যে প্রকাশ্যে এসেছে। জেলা কংগ্রেসের সর্বোচ্চ পদে রদবদলের পর বুধবার আবার তা প্রকাশ্যে এলো। পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের নতুন সভাপতি বিকাশ ভুঁইয়া জেলা পরিষদের নির্বাচিত সদস্য। তিনি সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়ার ভাই। বিক্ষুব্ধ গোষ্ঠীর দাবি, মানস ভুঁইয়ার ভাই বলেই বিকাশ ভুঁইয়াকে সভাপতি করা হয়েছে। দলের অন্দরে তাঁরাই গুরুত্ব পাচ্ছেন, যাঁরা মানস ভুঁইয়ার আত্মীয় কিংবা ঘনিষ্ঠ। অন্য দিকে, এই দাবি উড়িয়ে দিয়েছে জেলা কংগ্রেসের ক্ষমতাসীন গোষ্ঠী। তাঁদের দাবি, যোগ্য নেতাকেই সভাপতি করেছে হাইকমাণ্ড। বিকাশবাবু দক্ষ সংগঠক। তাঁর পরিচিতিও রয়েছে। মেদিনীপুরের ঘটনা নিয়ে সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া বলেন, “যে বা যাঁরা এ কাজ করেছে, তাঁরা কংগ্রেসের চরম শক্রু। কংগ্রেসের নাম ডোবাতে চায়। ব্যক্তিগত আক্রমণ করে এঁরা আসলে কংগ্রেসেরই ক্ষতি করছে। কংগ্রেসকে পিছন থেকে ছুরি মারছে।” |
পুরনো খবর: জেলা কংগ্রেসে নতুন সভাপতি |
|
|
|
|
|