টুকরো খবর |
গলিত লোহা ছিটকে জখম চার শ্রমিক
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
গলিত লোহা ছিটকে জখম হলেন কারখানার চার কর্মী। একটি বেসরকারি ফেরো অ্যালয় কারখানায় বুধবার এই দুর্ঘটনায় জখম চার জনই ঠিকা শ্রমিক। তাঁদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। জখমদের প্রথমে দুর্গাপুর ইস্পাত কারখানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের স্থানান্তর করা হয়েছে দুর্গাপুরেরই একটি বেসরকারি হাসপাতালে।
ওই ফেরো অ্যালয় কারখানা সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গলিত ধাতব আকরিক নিয়ে কাজ করছিলেন রসময় গড়াই, স্বপন ঘোষ, বিজয় গড়াই ও বীরেন বাঘারিয়া নামে চার জন শ্রমিক। হঠাত্ ধাতব গলিত আকরিক চার দিকে ছিটকে যায়। তা গায়ে লেগেই আহত হন চার জন। স্থানীয় আইএনটিটিইউসি কর্মী গণেশ মণ্ডল জানান, কারখানা কর্তৃপক্ষের গাড়িতে চার জনকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। কারখানা কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
|
সিটি সেন্টার থেকে গাড়ি চুরি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক রাতে চুরি হয়ে গেল দু’টি গাড়ি। মঙ্গলবার রাতে দুর্গাপুরে সিটি সেন্টার থেকে সেগুলি চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। রানিগঞ্জের বাসিন্দা লালবিহারী রায় পুলিশে অভিযোগে করেন, তাঁর গাড়িটি সিটি সেন্টারের একটি বেসরকারি সংস্থায় ভাড়া খাটে। মঙ্গলবার রাত ১১টা নাগাদ অম্বুজা এলাকায় গাড়িটি রেখে দেন চালক। বুধবার সকালে দেখেন গাড়ি উধাও। বাঁকুড়ার বাসিন্দা অশোক মালাকার জানান, মঙ্গলবার রাতে তিনি বাঁকুড়া থেকে গাড়ি নিয়ে সিটি সেন্টারে আসেন। ডেলি মার্কেটের কাছে গাড়ি রেখে তিনি ঘুমোতে যান। সকালে দেখেন, গাড়িটি নেই। একই রাতে দু’টি গাড়ি চুরির ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সিটি সেন্টার এলাকায়। ঘটনায় কোনও গাড়ি চুরি চক্র জড়িত বলে পুলিশের ধারণা। দ্রুত দুষ্কৃতীদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছে পুলিশ।
|
লোহা কারবারি খুনে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
এক লোহা কারবারিকে খুনের অভিযোগে কাঁকসার গোপালপুর থেকে বুধবার দুপুরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বরুণ চট্টরাজ। ২৪ নভেম্বর সকালে দুর্গাপুরের মুচিপাড়ার কাছে খাটপুকুর এলাকার একটি পুকুরপাড়ে গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় লোহা কারবারি দিলীপ তিওয়ারির। খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বল্টু পাশি, গণেশ ধিবর ও কিষাণ রুইদাসকে গ্রেফতার করে জেরা করে। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানায়, বরুণ চট্টরাজ নামে গোপালপুরের আর এক ছাঁট লোহার ব্যবসায়ী বেআইনি লোহা কারবারের কর্তৃত্ব নিজের হাতে নেওয়ার জন্য গুলি করে দিলীপবাবুকে। তারা সঙ্গে ছিল। এর পরেই পুলিশ বরুণের খোঁজে তল্লাশি চালাচ্ছিল।
|
জ্বালানি না মেলার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
আইএনটিইউসি-র নেতৃত্বে জেকে নগর কোলিয়ারি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন খনিকর্মীরা। সংগঠনের নেতা বাবলু সিংহ অভিযোগ করেন, ১০ মাস কর্মীরা বাড়িতে রান্নার জন্য প্রাপ্য জ্বালানি কয়লা পাননি। অসুস্থ কর্মীদের জোর করে খাদের নীচে কাজে পাঠানো হচ্ছে। দীর্ঘদিন পদ অনুযায়ী কাজ পাচ্ছেন না বেশ কিছু কর্মী। তাঁদের অন্য পদে কাজ করানো হলেও সেই অনুযায়ী বেতন পাচ্ছেন না। এ সবের প্রতিকারের দাবি তুলে বিক্ষোভ দেখালেন তাঁরা। কোলিয়ারির এজেন্ট এস কুমার জানান, দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
|
বধূর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
পুড়ে মৃত্যু হল কুলটির চলবলপুর গ্রামের এক মহিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সোনালি মুখোপাধ্যায় (৩২)। বুধবার সকালে কুলটি থানার পুলিশ তাঁকে শ্বশুরবাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে আসানসোল মহকুমা হাসপাতালে পাঠালে চিকিত্সকেরা মৃত বলে জানান। পুলিশ জানিয়েছে, ময়না-তদন্তের সময়ে মৃতার স্বামী শুকদেব মুখোপাধ্যায় তাদের কাছে দাবি করেছেন, প্রতিবেশী এক যুবক তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করত। বুধবার সকালে তিনি বাড়িতে ছিলেন না। তখনও ওই যুবক তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করে। তবে বুধবার রাত পর্যন্ত এ বিষয়ে কুলটি থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
|
অভিযুক্ত কনস্টেবল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
জোর করে বাড়িতে ঢুকতে গেলে বাধা দেওয়ায় গৃহকর্তাকে মারধরের অভিযোগে উঠল রেলপুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। দুর্গাপুরের স্টেশন বাজার এলাকার বাসিন্দা মহম্মদ সরাফ অভিযোগ করেন, চন্দন ধর নামে ওই কনস্টেবল মদ্যপ অবস্থায় জোর করে তাঁর বাড়িতে ঢুকতে যান। তিনি বাধা দিতে গেলে মারধর করেন।। পুলিশ ডেকে ওই কনস্টেবলকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁকে সতর্ক করে রেলপুলিশের হাতে তুলে দেয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে মহম্মদ সরাফের চিকিত্সা করায় পুলিশ। রেলপুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
|
সচেতনতা কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ডিভিসি-র দুর্গাপুর ইউনিট ও অন্ডাল পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এবং সেন্ট্রাল বোর্ড অব ওয়ার্কার্স এডুকেশনের সহায়তায় অসংগঠিত শ্রমিকদের সচেতনতার উদ্দেশ্যে দু’দিনের কর্মশালা হল অন্ডাল পঞ্চায়েত অধিবেশন কক্ষে। প্রধান রাজু রায় জানান, দুর্গাপুর মহকুমার বিভিন্ন সংস্থায় কর্মরত ৪০ জন শ্রমিক এই কর্মশালায় প্রশিক্ষণ নিয়েছেন। কর্মক্ষেত্রে অধিকার ও দায়িত্ব সর্ম্পকে সচেতন করতেই এই আয়োজন। |
জামুরিয়ায় সভা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
বস্তি উন্নয়ন সমিতির প্রথম জেলা সম্মেলনের সমাবেশে আজ, বৃহস্পতিবার জামুড়িয়ার নিঘা ইমতিয়াজ ময়দানে আসার কথা বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের। দু’দিনের এই সম্মেলন শেষ হবে শুক্রবার। দু’শো জন প্রতিনিধি যোগ দেবেন।
|
জেল হাজতে ডাক্তার |
মাওবাদী যোগাযোগের অভিযোগে ধৃত চিকিৎসক সমীর বিশ্বাসকে ৩০ ডিসেম্বর পর্যন্ত জেলহাজতে রাখার নির্দেশ দিল আসানসোল আদালত। ছ’দিনের পুলিশি হেফাজতের পরে বুধবার তাঁকে আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, গত ক’দিন সিআইডি-র ২০ জনের একটি দল সমীরবাবুকে জেরা করেছে। কিন্তু তেমন গুরুত্বপূর্ণ তথ্য মেলেনি বলে পুলিশ সূত্রের দাবি। ধৃতের আইনজীবী দেবজ্যোতি বসু জানান, সমীরবাবুর চোখের চিকিৎসা চলছে। তা যেন নিয়মিত হয়, আদালতে সেই আবেদন জানান তিনি। পুলিশ ও জেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারক। |
পুরনো খবর: মাওবাদী যোগের অভিযোগে ধৃত প্রৌঢ় চিকিৎসক
|
দলবদল |
রানিগঞ্জ পুরসভায় কর্মরত শ’খানেক সিটু সদস্য আইএনটিটিইউসি-তে যোগ দিলেন। বুধবার রানিগঞ্জের তৃণমূল বিধায়ক সোহরাব আলি জানান, বাস পরিবহণে যুক্ত স্থানীয় সব কর্মী আগে তাঁদের শ্রমিক সংগঠনে এসেছেন। এ দিন পুরকর্মীরা যোগ দিলেন। |
|