ফাইনালে দুর্গাপুর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ফুটবলের ফাইনালে উঠল বাঁকুড়া খ্রিস্টান কলেজ ও দুর্গাপুর গর্ভমেন্ট কলেজ। বর্ধমানের মোহনবাগান মাঠের এই খেলায় বাঁকুড়া ক্রিষ্টান কলেজ ৩-১ গোলে বাঁকুড়ার পাঁচমুড়া কলেজকে হারিয়েছে। বাঁকুড়ার হয়ে গোল করেছেন জোসেফ রায়, সঞ্জিব মল্ল ও শেখ সাদ্দাম। পাঁচমুড়ার হয়ে গোল করেছেন বিকাশ মুর্মু। অন্য খেলায় বর্ধমান রাজ কলেজকে ১-৩ গোলে হারিয়ে ফাইনালে ওঠে দুর্গাপুর গর্ভমেন্ট কলেজ। প্রথমে রাজ কলেজের রাজেশকুমার মণ্ডল গোল করে দলকে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে বাঁকুড়ার হয়ে পরপর ২টি গোল করেন সত্যজিত্ বাউরি ও এস প্যাটেল।
|
চ্যাম্পিয়ন রামকৃষ্ণ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান সদর মহকুমা আন্তঃস্কুল অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রামকৃষ্ণ শ্যামসায়র। বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলকে ৪ উইকেটে হারিয়েছে তারা। মিউনিসিপ্যাল প্রথমে ১৬ ওভারে ৫ উইকেটে ৯৪ রান করে। দলের সায়ন মুখোপাধ্যায় করেন ৩৮। অয়ন দত্ত ও সায়ন মুখোপাধ্যায় দু’টি করে উইকেট পান। জবাবে জবাবে রামকৃষ্ণ ১৩.৪ ওভারে ৬ উইকেটে ৯৬ রান করে। শ্যামসায়রের সুনীত দাস ১৪ রানে ২টি উইকেট পান। অধিনায়ক শেখ রাজু ৩০ ও রাহুল সিংহরায় ২৪ রান করেন।
|
জয়ী ফতেপুর
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
রূপনারায়ণপুর ফাইভ স্টার আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বুধবার জয়ী হল ফতেপুর এসএস ক্লাব। তারা এইচসিএল এইচএস মাঠে রূপনারায়ণপুর অগ্রতি সঙ্ঘকে ৫ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে রূপনারায়ণপুর সব ক’টি উইকেট হারিয়ে ৯৮ রান করে। জবাবে ফতেপুর ৫ উইকেটে জয়ের রান তুলে নেয়।
|
হারল জামগ্রাম
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় জয়ী হয় জেমারী একাদশ। জামগ্রাম আদি শিবতলা মাঠে তারা জামগ্রাম পল্লী উন্নয়ন সমিতিকে উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে জামগ্রাম সবকটি উইকেট হারিয়ে ৮৮ রান করে। জবাবে জেমারি ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।
|
হারল সেইল
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
বিইউসি আয়োজিত ইস্কো চ্যালেঞ্জ ফুটবলের বুধবারের খেলায় জয়ী হয় যাদবপুর এক্স এফএ। তারা বার্ণপুর ফুটবল স্টেডিয়ামে সেইল আইএসপিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে দেয়।
|
হারল বর্ধমান সাই
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
মিহির দে স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমি ফাইনালে জয়ী হয় সিএলডব্লু। তারা শ্রীলতা মাঠে বর্ধমান সাইকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। |