যুবভারতীতে গণ্ডগোলের জেরে মহমেডানকে বিশাল জরিমানা করল ফেডারেশন। বুধবারের ম্যাচের সংগঠক হিসাবে তাদের দিতে হবে আশি হাজার টাকা।
রেফারির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে এসে তোপ দাগার দায়ে সাদা-কালো কোচ আব্দুল আজিজকেও জরিমানা করা হল। তাকেও দিতে হবে দশ হাজার টাকা। বাদ গেল না বেঙ্গালুরু এফসি-ও। রেফারির সঙ্গে বিরতিতে তর্ক করার জন্য তাদেরও কুড়ি হাজার টাকা জরিমানা করা হল। দিল্লি থেকে ফোনে আই লিগের সিইও সুনন্দ ধর বললেন, “মাঠে কেন বোতল, ইট পড়ল তা জানতে চেয়ে শো-কজ করা হয়েছে মহমেডানকে। জবাব পাওয়ার পর তা শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হবে।”
ফেডারেশনের শাস্তিকে যদিও গুরুত্বই দিচ্ছে না মহমেডান। বরং এ দিন পাল্টা তোপ দেগে ক্লাবের ফুটবল সচিব ইকবাল আহমেদ বললেন, “ফেডারেশন আই লিগ খেলার জন্য যে টাকা ক্লাবগুলিকে দেয় তার পুরোটাই জরিমানা করে নিয়ে নেবে মনে হচ্ছে। আবার বলছি, বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করতে চায় ফেডারেশন। ওদের থেকে অনেক টাকা নেওয়া হয়েছে। আর আইএফএ চায় কলকাতা লিগে ইস্টবেঙ্গল বা মোহনবাগানকে চ্যাম্পিয়ন করতে। আমাদের সমর্থকরা তাই খেপে যাচ্ছেন।” আর মহমেডান কোচ আজিজ বললেন, “রেফারি যদি এ ভাবে পেনাল্টি না দিয়ে হারিয়ে দেয় তা হলে আমার সেটা বলার মঞ্চ কোথায়?”
|
যুবভারতীতে বুধবারের ঝামেলার জেরে স্টেডিয়ামের চেয়ার ও জানলার কাচের প্রচুর ক্ষতি হয়েছে। এ রকম ক্ষতি হলে কী ভাবে খরচ তোলা হবে বা গন্ডগোল আটকানো যায়, তা ঠিক করতে সভা ডেকেছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। মোহনবাগান, ইস্টবেঙ্গলের বড় কর্তারা এলেও মহমেডানের কেউ ছিলেন না। ইস্টবেঙ্গলের একটি অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, “দুই প্রধানের কাছ থেকে এ বার দশ লাখ টাকা জমা রাখবে ক্রীড়া দফতর। স্টেডিয়ামের ক্ষতি হলে তা ফেরত দেওয়া হবে না। গ্যালারিতেও পুলিশের কন্ট্রোল রুম থাকবে।”
যা শুনে মহমেডান ফুটবল সচিব বললেন, “আমাদের তো সভায় ডাকাই হয়নি। তবে আমরা ভাবছি মদনবাবুকে সল্টলেকের ল অ্যান্ড অর্ডার কমিশনার করে দেব। উনি খারাপ রেফারিং হলে দর্শকদের তোড়-ভাঙ আটকাবেন গ্যালারিতে বসে।”
জরিমানা ও রেফারিং নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই আজ শুক্রবার গোয়া যাচ্ছে মহমেডান। চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলতে। তবে শৃঙ্খলা ভাঙার কারণে নিয়ে যাওয়া হচ্ছে না টোলগে ওজবেকে। অস্ট্রেলীয় স্ট্রাইকারের বিরুদ্ধে ইতিমধ্যেই কোচ রিপোর্ট দিয়েছেন। মহমেডানের মাঠ সচিব কামারুদ্দিন বললেন, “ও তো ক্ষমা চেয়ে চিঠি দেবে বলেছিল। এখনও দেয়নি। তা হলে টিমে নেব কেন? তা ছাড়া ও অনুশীলনও করে না। এসে বসে থাকে।” |