|
|
|
|
মৃত ভারতীয় শ্রমিকের পাশে সিঙ্গাপুরবাসীই
সংবাদ সংস্থা • সিঙ্গাপুর
১২ ডিসেম্বর |
মাত্র মাস দু’য়েক আগেই তামিলনাড়ুর গ্রাম থেকে সিঙ্গাপুরে এসেছিলেন শক্তিভেল কুমারভেলু। লিটল ইন্ডিয়াতেও গত রবিবার প্রথম বার গিয়েছিলেন তিনি। শেষ বারও। সেই দিন রাতেই বাসে চাপা পড়ে মৃত্যু হয় ৩৩ বছরের ওই নির্মাণ শ্রমিকের।
চোখের সামনে শক্তিভেলের মৃত্যু দেখে সিঙ্গাপুরের রাস্তায় সে দিন আগুন জ্বালিয়ে দেন শ’চারেক স্থানীয় বাসিন্দা। যাঁদের মধ্যে বেশির ভাগই ভারতীয়।
ভাঙচুরের অভিযোগে পুলিশ আগেই ২৭ জন ভারতীয়কে গ্রেফতার করেছিল। আজ আরও চার জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে সরকার যতই কড়া মনোভাব দেখাক, শক্তিভেলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিঙ্গাপুরের আম নাগরিকেরাই। তামিলনাড়ুর ছাত্তিরাম গ্রামের বাসিন্দা শক্তিভেল ছিলেন গরিব পরিবারের একমাত্র রোজগেরে। বাড়িতে রয়েছেন মা আর অসুস্থ ছোট ভাই। শক্তিভেলের মৃত্যুর পর কার্যত রোজগারহীন তাঁর পরিবার।
তাই সাহায্যের হাত বাড়িয়েছেন সিঙ্গাপুরের বাসিন্দারা। টাকা তুলতে মিছিল করে চলছে প্রচার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্ন গ্রুপও তৈরি হয়েছে। এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে টাকা পাঠানো হবে শক্তিভেলের মায়ের কাছে। ওঙ্গ নামে এক সিঙ্গাপুরবাসী জানাচ্ছেন, শক্তিভেলের মায়ের হাতে অন্তত ৫০ হাজার ডলার তুলে দিতে চান তাঁরা। বললেন, “দোষারোপ করা বন্ধ করে এখন চেষ্টা করছি, কী ভাবে মৃতের পরিবারের পাশে দাঁড়ানো যায়।”
|
পুরনো খবর: চাকায় পিষ্ট ভারতীয়, উত্তাল সিঙ্গাপুর |
|
|
|
|
|