সেনা ও পুলিশকে ডাক বিক্ষুব্ধদের
সংবাদ সংস্থা • ব্যাঙ্কক
১২ ডিসেম্বর |
সরকারের সদর দফতর-সহ নানা অফিসের বিদ্যুৎ এবং জলের লাইন কেটে দিল বিক্ষোভকারীরা। সে সময় অবশ্য ওই অফিসে প্রধানমন্ত্রী ইংলাক শিনাবাত্রা বা অন্য কেউ ছিলেন না। সরকার-বিরোধী এই আন্দোলনের নেতা তাই বৃহস্পতিবার রাতেই পুলিশ এবং সেনাকে এক বৈঠকে ডেকেছেন। তাঁরা কোন পক্ষকে সমর্থন করছেন তা স্পষ্ট জানাতে বলেছেন সেখানে। যদিও তাই সেনাপ্রধান বলেছেন, সেনাবাহিনী অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখনই তারা বৈঠকে যোগ দেওয়া নিয়ে ভাবছেন না। দেশে ক্রমাগত বিক্ষোভের সামনে পড়ে অনেকটাই নতি স্বীকার করেছেন প্রধানমন্ত্রী ইংলাক। প্রশাসনের তরফে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে কাজ করতে।
|
চুক্তি সইয়ে রাজি ইয়ানুকোভিচ
সংবাদ সংস্থা • ব্রাসেলস
১২ ডিসেম্বর |
বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত মাথা নোয়ালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। কূটনৈতিক সূত্রের খবর, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার জন্য চুক্তি সই করার ইঙ্গিত দিয়েছেন তিনি। দু’সপ্তাহ ধরে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউক্রেন। ঠিক ছিল, ইউরোপীয় ইউনিয়নে নাম লেখাবে ইউক্রেন। কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসেন প্রেসিডেন্ট। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের ঠকিয়ে রাশিয়ার দিকে ঝুঁকছেন ভিক্টর। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি প্রধান ক্যাথরিন অ্যাশটন বলেছেন, “ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি সইয়ে ইয়ানুকোভিচ আগ্রহী।” |