কেতুগ্রাম ধর্ষণে ফের সাক্ষ্যগ্রহণ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বেশ কয়েক দিন শুনানি বন্ধ থাকার পর বৃহস্পতিবার কেতুগ্রামের ধর্ষণের ঘটনায় আদালতে সাক্ষ্য দিলেন ওই ট্রেনের দুই যাত্রী কৃষ্ণহরি ঘোষ ও মেঘনাদ ঘোষ। আইনজীবীরা জানিয়েছেন, এ দিন আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তাঁরা জানান, কেতুগ্রামের কান্দরা থেকে ট্রেনে উঠেছিলেন তাঁরা। কাটোয়ায় নেমে কামরূপ এক্সপ্রেস ধরে শিলিগুড়ি যাওয়ার কথা ছিল তাঁদের। দুষ্কৃতী ট্রেনে ওঠার পর তাদের কাছ থেকে মোবাইল ও টাকা কেড়ে নেয়। এ দিন আদালতে মেঘনাদবাবু ট্রেনের টিকিট ও পুলিশের কাছ থেকে পাওয়া খোওয়া যাওয়া মোবাইল সেটটি আদালতে পেশ করেন। আদালত প্রমাণ হিসেবে তা রেখে দেয়।
|
কৃষি নিয়ে শিবির
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
ব্লক কৃষি দফতরের উদ্যোগে একটি আলোচনাসভা হয়ে গেল পূর্বস্থলী ১ ব্লকের জাহান্নগরের গোলাহাটে। বৃহস্পতিবার ওই সভায় কৃষকদের চাষের নানা সমস্যা ও তার সমাধান নিয়ে পরামর্শ দেন কৃষি বিশেষজ্ঞরা। ফসলের সুরক্ষা, বিকল্প চাষ, মাটির স্বাস্থ্য পরীক্ষা নিয়েও আলোচনা হয়। মহকুমা কৃষি আধিকারিক স্বপনকুমার মারিক জানান, চাষিরা বিভিন্ন ফসলের রোগ, পোকা থেকে বাঁচার উপায় জানতে চান। মহকুমার সহ-কৃষি অধিকর্তা পার্থ ঘোষ বলেন, “চাষের শুরুতেই মাটি পরীক্ষা অত্যন্ত জরুরি। শিবিরে চাষিদের সে কথা জানানো হয়েছে।”
|
ডাকাত সন্দেহে ধৃত, উদ্ধার অস্ত্রও
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
গভীর রাতে সন্দেহজনক ভাবে কয়েকজনের ঘোরাঘুরি করার খবর পেয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বর্ধমানের বামবটতলায় কয়েকজনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই পুলিশে খবর দেন। পুলিশকে দেখে কয়েকজন পালালেও পাঁচ জনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের মধ্যে তাজ মহম্মদ ও মনোজ মণ্ডলের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। এদের কাছ থেকে দু’টি গুলিভরা দেশি পিস্তল ও আটটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
|
চুরিতে ধৃত
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
মঙ্গলবার রাতে কাটোয়া শহরের একটি কালীমন্দির থেকে গয়না, টাকা-সহ অন্যান্য সামগ্রী খোওয়া যাওয়ার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে তাদের কাটোয়ার মণ্ডলপাড়ার বাড়ি থেকে ধরা হয়। ধৃতদের নাম, নৌশাদ শেখ এবং মিঠু শেখ। খোওয়া যাওয়া জিনিসও উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। |