টুকরো খবর
ধানখেত থেকে দেহ উদ্ধার
ধানখেত থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার চোপড়ার সোনাপুর এলাকা থেকে। নিহতের নাম আবেদ হুসেন (২৮)। বাড়ি সোনাপুরের তারাগছ এলাকাতে। সোনাপুর হাইস্কুল লাগোয়া একটি ধানখেতে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখে বাসিন্দারা পুলিশকে খবর দেন। ওই যুবকের পেট থেকে বুক পর্যন্ত ধারাল অস্ত্রের আঘাত ছিল। দেহের বিভিন্ন অংশে আরও ক্ষতচিহ্ন ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েক বার চোপড়ার থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছিল। তবে কী কারণে যুবককে খুন করা হয়েছে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ।

সহবাসে ৩টি পৃথক নালিশ
তিনটি ঘটনায় বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস করার অভিযোগ উঠেছে পড়শি তিন যুবকের নামে। মালদহের হরিশ্চন্দ্রপুরে ইসলামপুর, লতাশি এবং তালশুরের ঘটনা। সোমবার দুপুরে ৩টি অভিযোগ পেয়ে ধর্ষণের মামলা করে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তিন তরুণীর ডাক্তারী পরীক্ষা হয়েছে। ইসলামপুরে বিয়ের আশ্বাস দিয়ে বছর ২২-এর এক তরুণীর সঙ্গে সহবাস করার অভিযোগ উঠেছে পড়শি যুবক মুজিবর রহমানের বিরুদ্ধে। লতাশি এলাকায় প্রতিবেশী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আকমল হোসেনের বিরুদ্ধে। তালশুরে তরুণীকে ধর্ষণের অভিযেগ করা হয় পাশের গ্রাম পয়খানা মোড়ের আব্দুল হান্নানের নামে। অভিযুক্তরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। ওই তরুণীদের অভিযোগ, বিয়ের আশ্বাসে সহবাস করেও বিয়ে করতে রাজি না হওয়ায় তারা পুলিশের দ্বারস্থ হন।

মাঠের হালে ক্ষোভ
মাঠের যত্রতত্র পড়ে আবর্জনা। নিকাশি নালায় জমেছে আবর্জনার স্তূপ। ব্যবসায়ী থেকে বাসিন্দারা এমনকী পথচলতি মানুষও অস্বস্তি বোধ করছেন। মাঠের পাশেই রয়েছে দুটি হাইস্কুল, একটি কলেজ। ছাত্রছাত্রীরাও দূষণের স্বীকার হচ্ছেন। কোচবিহারে রাসমেলা শেষ হওয়ার দিন ছয়েক পরে মেলার মাঠের এমন দশা নিয়ে সরব হয়েছেন বাসিন্দারা। কোচবিহার পুরসভার চেয়ারম্যান বীরেন কুণ্ডু বলেন, “প্রতিবার মেলার পরে মাঠ পরিষ্কার করা হয়। এ বারেও করা হবে। যাবতীয় ব্যবস্থা হয়েছে।” ৩ ডিসেম্বর রাসমেলা শেষ হয়। লক্ষাধিক বাসিন্দা মেলার কয়েকদিন মাঠে ভিড় করেছিলেন। তৈরি হয় অস্থায়ী শৌচাগার। খাবারের জিনিস মাঠের কোণে ফেলা হয়েছিল। পুরসভার বিরোধী দলনেতা সিপিএমের মহানন্দ সাহা বলেন, “এলাকায় বাজার বসে। দুটি হাই স্কুল, কলেজ রয়েছে। সবাইকে দুর্ভোগে পড়তে হচ্ছে। পুরসভা মেলার পরে পরিষ্কারের উদ্যোগ নিলে এ অবস্থারয় পড়তে হত না।” পুরসভার দাবি, বহু দোকান না সরায় মাঠ সাফাইয়ে দেরি হচ্ছে।

শরদ দ্বিবেদী জেলাশাসকের দায়িত্ব নিলেন
মালদহের জেলাশাসকের দায়িত্ব নিলেন শরদ দ্বিবেদী। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির (এসজেডিএ) চিফ এগজিকিউটিভ অফিসার পদের দায়িত্বভার ছেড়ে আসা এই আধিকারিক সোমবার সকালে দায়িত্ব বুঝে নেন। এসজেডিএ-তে দুর্নীতি নিয়ে শরদের করা অভিযোগের ভিত্তিতেই ৩০ নভেম্বর গ্রেফতার হন প্রাক্তন জেলাশাসক ও এসজেডিএ-র প্রাক্তন সিইও গোদালা কিরণকুমার। জামিন পেলেও তাঁকে জেলাশাসকের দায়িত্ব থেকে সরিয়ে দেয় রাজ্য সরকার। আগামী লোকসভা নির্বাচনের ভোটার তালিকা সংশোধনের কাজ চলতে থাকায় নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে শরদ দ্বিবেদীকে মালদহের জেলাশাসক করল রাজ্য সরকার।

লোকসভার প্রস্তুতি
দক্ষিণ দিনাজপুরে ৮ দিন ধরে জেলা কংগ্রেস প্রতি ব্লকে রাজনৈতিক প্রশিক্ষণ শিবির করল। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্র প্রতিটি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থেকে দলের কর্মী সমর্থকদের চাঙ্গা করার চেষ্টা করেন। সামনে লোকসভা ভোট। জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় জানান, ১২ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুরে সংযোগ যাত্রা দিয়ে আন্দোলন শুরু হবে। ২৩ ডিসেম্বর ৮টি ব্লকে পদযাত্রা করে প্রচার অভিযানে নামা হবে। ৩০ ডিসেম্বর প্রশাসনিক ভবনে আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত হয়। নতুন বছরের শুরু থেকে ১৪০০ বুথে পর্যায়ক্রমে জনসংযোগ যাত্রা।

মারধর করে লুঠ
রবিবার স্টেশন থেকে বাড়ি ফেরার পথে এক যুবককে আঘাত করে ছিনতাইয়ের অভিযোগে আতঙ্ক ছড়িয়েছে আলিপুরদুয়ারে। সোমবার। জখম ওই যুবক সুজিত বর্মনকে কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত করা ছাড়াও চোয়ালে পাথর দিয়ে আঘাত করা হয়েছে।

বোমা-মশলা পাচার
বাংলাদেশে বোমার মশলা পাচার করতে গিয়ে এক যুবককে আটক করে পুলিশে দিল বিএসএফ। ধৃত জাইজুল হকের বাড়ি কালিয়াচকের দুইশত বিঘি গ্রামে। ধৃত যুবকের কাছ থেকে ১১ কেজি বোমার মশলা উদ্ধার হয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.