উত্তর দিনাজপুরে রায়গঞ্জ-ডালখোলা ৩৪ নম্বর জাতীয় সড়কের ৫০ কিমি এলাকা সারাতে ঢিলেমির অভিযোগে সোমবার আড়াই ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করলেন জেলার পরিবহণ মালিক, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের সদস্যরা। বেলা ১১টায় অবরোধ শুরু হয়। জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্স, আইএনটিটিইউসির কয়েকশো সদস্য রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে প্রশাসনিক কর্তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ২১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষের আশ্বাস দিলে অবরোধ ওঠে। গত অক্টোবরে কেন্দ্রীয় সরকার সড়ক মেরামতির জন্য প্রায় ৩৬ কোটি টাকা বরাদ্দ করে। পরিবহণ, ব্যবসায়ী সংগঠনের অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের টালবাহানায় দু’মাস হতে চললেও মেরামতি শুরু হয়নি। |
জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদহ বিভাগের প্রকল্প অধিকর্তা মহম্মদ সইফুল্লা বলেন, “ঠিকাদার সংস্থাকে দ্রুত সড়ক মেরামতির কাজ শেষ করতে বলা হয়েছে। পদ্ধতিগত কারণে মেরামতির কাজে দেরি হচ্ছে।” প্রশাসনের তরফে ডেপুটি ম্যাজিস্ট্রেট মানবেন্দ্র দেবনাথ এ দিন অবরোধকারীদের মেরামতি কাজ শুরু করার লিখিত আশ্বাস দেন।
জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক চন্দ জানান, রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে দিনে ৩০টিরও বেশি বাস যাতায়াতের কথা থাকলেও জাতীয় সড়ক বেহাল থাকায় এক মাস রুটে ৩টির বেশি বাস চালানো যাচ্ছে না। পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের সম্পাদক শঙ্কর কুণ্ডু এবং আইএনটিটিইউসির জেলা সভাপতি অরিন্দম সরকার বলেন, “ডিসেম্বরে সড়ক মেরামতির কাজ শেষ না হলে পরিবহণ ও সাধারণ ধর্মঘট করার সিদ্ধান্ত নেওয়া হবে।” |