চাপের মুখে পড়ে রোহিণীর পথ-কর হার কমাল জিটিএ। সোমবার দু-দফা বৈঠকে সমাধান সূত্র মেলে। এ দিন সকালে বেসরকারি পরিবহণ সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পরে জিটিএ কতৃপক্ষ এই ঘোষণা করেছে। জিটিএ-এর তরফে কর হার কমানোর ঘোষণা করা হয়। এর পরে দার্জিলিঙের নেপালি সাহিত্য সম্মেলনের হলে বেসরকারি সংগঠনগুলির নিজেদের মধ্যে বৈঠকে আজ, মঙ্গলবার থেকে শিলিগুড়ি-দার্জিলিঙের রাস্তায় গত শনিবার থেকে শুরু হওয়া বেসরকারি পরিবহণ ধর্মঘটও প্রত্যাহার করার ঘোষণা করেছে পরিবহণ সংগঠনগুলি। চলতি মাসের প্রথম দিন থেকে রোহিণীর রাস্তায় পথ-কর চালু করার সিদ্ধান্ত ঘোষণা করে জিটিএ। রোহিণী থেকে কার্শিয়াং পর্যন্ত মাত্র ১৩ কিলোমিটার রাস্তায় অনেক বর্ধিত হারে কর সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ করে দার্জিলিং এবং শিলিগুড়ির বিভিন্ন বেসরকারি পরিবহণ সংগঠনের সদস্যরা প্রতিবাদ শুরু করেন। গত শনিবার থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিং রুটে যাতায়াতকারী ট্যাক্সি, বেসরকারি বাস ট্রাক মালিকরা ধর্মঘট শুরু করেন। সোমবার ধর্মঘটী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন জিটিএ আধিকারিকরা। বৈঠকে জিটিএর তরফে কর বার কমানোর আশ্বাস দেওয়া হয়। |
জিটিএর পরিবহণ দফতরের দ্বায়িত্বপ্রাপ্ত জ্যোতি কুমার রাই বলেন, “দু’চাকার যানবাহন থেকে শুরু করে, বিলাসবহুল ট্যাক্সি, বাস মিনিবাস, ট্রাক সব কিছুরই কর হার নিয়ে ফের বিবেচনা করা হবে। পর্যটক এবং যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে বিভিন্ন পরিবহণ সংগঠনগুলিকে বন্ধ প্রত্যাহার করার আর্জি জানানো হয়েছে।”
জ্যোতিকুমার রাই জানিয়েছেন, এখন থেকে দুই চাকার গাড়িকে ৫ টাকা, ট্যাক্সিকে ১০ টাকা এবং প্রাইভেট গাড়ি ও ট্যাক্সি ৩০ টাকা এবং মিনিবাসকে ৪০ টাকা করে টোল গেটে কর দিতে হবে। পিকঅ্যাপ ভ্যান ২০ টাকা এবং ট্রাক ৩০ টাকা করে দিতে হবে। আজ, মঙ্গলবার থেকে নতুন হারে কর নেওয়া শুরু হবে। প্রতিবার গেটে ওই গাড়িগুলিকে ওই পরিমাণ কর দিতে হবে। দার্জিলিং ট্রাক ড্রাইর্ভাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেন ছেত্রী বলেন, “আমরা খুশি। তবে ক’দিন বন্ধের জন্য বাসিন্দাদের যে দুর্ভোগ হয়েছে তাতে দুঃখিত।”
জিটিএর বৈছকের পরে, সংগঠনের নিজেদের বৈঠকে বিভিন্ন পর্যটন ব্যবসায় জড়িত সংগঠনের সদস্যরাও ছাড়াও ৩৫টি সংগঠনের উপস্থিত ছিলেন। বৈঠকের পর অবশ্য কুই্যন অব হিলস সংগঠনের সদস্যরা জানান, সমস্ত ছোট গাড়ির জন্য ১০ টাকা, মিনি বাসের জন্য ১৬ টাকা এবং ট্রাকের জন্য কর যাতে ৩৩ টাকা করা হয় সেই দাবিও দ্রুত জিটিএ কর্তৃপক্ষকে জানানো হবে বলে সংগঠনের নেতা প্রদীপ লামা জানিয়েছেন।
চলতি মাসের শুরুতে প্রথম যে কর হার ঘোষণা করা হয়েছিল, তাতে বাইকের জন্য ১০ টাকা, ট্যাক্সির ক্ষেত্রে ৩০ টাকা, ব্যক্তিগত ছোট গাড়ি ৪০ টাকা, বড় গাড়ি, মিনিবাস, পিক আপ ভ্যান ১০০ টাকা এবং ট্রাকের জন্য ১৫০ টাকা করে কর নেওয়া হবে স্থির হয় রোহিণীর পথে ‘টোল-গেট’ তৈরি করে কর সংগ্রহ শুরু হতেই প্রতিবাদ শুরু করে পরিবহণ সংগঠনগুলি। প্রতিবাদের জেরে চলতি মাসের প্রথম সপ্তাহে কর হার কমিয়ে ট্রাকের জন্য ৮০ টাকা এবং পিক আপ ভ্যান, মিনিবাসের জন্য ৫০ টাকা করা হয়। যদিও, মাত্র ১৩ কিলোমিটার পথে প্রতিবার যাতায়াত করার জন্য ওই হারে কর দেওয়া সম্ভভ নয় বলে অভিযোগ করে ধর্মঘটে সামিল হয় পরিবহণ সংগঠনগুলি।
|