বনগাঁ মহকুমা বার্ষিক ক্রীড়ায় উজ্জ্বল খুদেরা
নগাঁ মহকুমা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হল গোপালনগরের নহাটা হাইস্কুল মাঠে। শুক্রবার ওই প্রতিযোগিতায় যোগ দেন মহকুমার প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি ও শিশু শিক্ষাকেন্দ্রের পড়ুয়ারা। উদ্বোধন করেন উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মীনা ঘোষ। জেলা পরিষদের সভাধিপতি রহিমা মণ্ডল, নহাটা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অভিজিৎ মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন। বালকদের ক বিভাগে ৭৫ মিটার দৌড়ে প্রথম হয়েছে দক্ষিণ কিরণবালা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নিত্যানন্দ মুন্ডা। আলু-দৌড়ে প্রথম হয়েছে জিয়ালা ময়নাবালা স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ঈশ্বর সর্দার। লং জাম্পে প্রথম হয় রামচন্দ্রপুর এফপি স্কুলের ছাত্র রাহুল রায়। বালিকা বিভাগে ৭৫ মিটার দৌড়ে প্রথম হয় সিঙ্গি এফ পি স্কুলের রুবিনা মণ্ডল।
এক খুদের হাইজাম্প। ছবি: নির্মাল্য প্রামাণিক।
লং জাম্পে প্রথম স্থান অধিকার করে ডুমা সরুইপুর এফ পি স্কুলের টিঙ্কু বিশ্বাস। আলু দৌড়ে প্রথম সনেকপুর প্রাথমিক বিদ্যালয়ের রহিমা তরফদার। বালকদের খ বিভাগে ১০০ ও ২০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে মশ্যমপুর এফপি স্কুলের সুজয় মুন্ডা। লং জাম্পে সীতানাথপুর জিএসএফপি স্কুলের অরিন্দম মজুমদার প্রথম হয়েছে। হাইজাম্পে প্রথম সুটিয়া পশ্চিম বারাসত এফপি স্কুলের রাজীব বিশ্বাস। জিমন্যাস্টিকে প্রথম হুদা প্রাথমিক বিদ্যালয়ের কৃশানু মণ্ডল। বালিকা বিভাগে ১০০ মিটার দৌড় ও লং জাম্পে প্রথম হয়েছে পূর্ব সাতাশি জিএসএফপি স্কুলের সুস্মিতা সরকার। ২০০ মিটার দৌড় ও হাইজাম্পে মালিপোতা প্রাথমিক বিদ্যালয়ের ঋতু মুন্ডারী প্রথম হয়েছে। জিমন্যাস্টিকে প্রথম পূর্ব বারাসত প্রাথমিক বিদ্যালয়ের সোহিনী বাছাড়। বালকদের গ বিভাগে ১০০ মিটার দৌড়ে প্রথম পাইকপাড়া এফপি স্কুলের রিয়াজ মণ্ডল। ২০০ মিটার দৌড়ে প্রথম শিমুলিয়া নিশ্চিন্তপুর আদি প্রাথমিক বিদালয়ের জয়দেব সরকার। হাইজাম্পে প্রথম ধুসোনি এফ পি স্কুলের শুভঙ্কর সর্দার। লং জাম্পে ডহরপোতা প্রাথমিক বিদ্যালয়ের আকাশ সাঁতরা, জিমন্যাস্টিকে ডুমা সরুইপুর প্রাথমিক বিদ্যালয়ের সৈকত বিশ্বাস এবং হাঁড়ি ভাঙায় পুরন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ের রাজকুমার দাস প্রথম স্থান পেয়েছে।
বালিকা বিভাগে ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে ডেওপুল এফপি স্কুলের সাবিনা বিশ্বাস। লং জাম্পে বেয়াড়া এফপি স্কুলের লক্ষ্মী বিশ্বাস, জিমন্যাস্টিকে পূর্ব বারাসত প্রাথমিক বিদ্যালয়ের সুস্মিতা হাজরা এবং হাঁড়ি ভাঙায় সিংজাল জুনিয়ার বেসিক প্রাথমিক বিদ্যালয়ের অনন্যা বিশ্বাস প্রথম হয়েছে। প্রতিযোগিতায় সফল ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.