সরকার নির্ধারিত সহায়ক মূল্য বাড়ানোর দাবি জানাল সিপিএমের শাখা সংগঠন কৃষক সভা। সোমবার দুপুরে নবগ্রামের পলসণ্ডা মোড়ে এই দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা। অবরোধের নেতৃত্বে ছিলেন স্থানীয় বিধায়ক সিপিএমের কানাইলাল মণ্ডল। |
চলছে ধান ছাড়াই। শালবনির মৌপালে কিংশুক আইচের তোলা ছবি।
|
কৃষক সভার অভিযোগ, সরকার ধানের সহায়ক মূল্য ধার্য করেছে কুইন্টাল প্রতি ১৩১০ টাকা। কিন্তু এক কুইন্টাল ধান থেকে সরকার ঢলতা হিসাবে বাদ দিচ্ছে ৫ কেজি ধান। ফলে কৃষক কার্যত দাম পাচ্ছেন ১২৪৫ টাকা। তাই কুইন্টাল প্রতি ১৫০০ টাকা সহায়ক মূল্য দাবি করেন তাঁরা। বিধায়ক কানাইবাবুর অভিযোগ, “সরকার ধান কিনতে শুরু না করায় কৃষকরা খোলা বাজারে ৮০০-১০০০ টাকা কুইন্টাল দরে অভাবি বিক্রি করতে বাধ্য হচ্ছেন।”
ইতিমধ্যে শ’খানেক শিবির করে ধান ৬২৪০ মেট্রিক টন ধান কেনা হয়েছে জানিয়ে খাদ্য ও সরবরাহ নিগমের মুর্শিদাবাদ জেলা নিয়ামক ভাস্কর হালদার বলেন, “ধান ভেজা থাকলে, বা ধানে আবর্জনা থাকলে তখনই ঢলতা হিসাবে বাদ দেওয়া হচ্ছে। শুকনো ও পরিষ্কার ধানের ক্ষেত্রে ঢলতা বাদ দেওয়ার প্রশ্নই নেই। সরকার নির্ধারিত মূল্যের থেকে কম বা বেশি কোনও দামেই আমরা ধান কিনতে পারি না। তাই আমাদের পক্ষে কুইন্টাল প্রতি ১৩১০ টাকার বেশি দাম দেওয়া সম্ভব নয়।” |