টুকরো খবর
ফের চুরি রঘুনাথগঞ্জে, গ্রেফতার দুই দুষ্কৃতী
তালা ভেঙে বাড়িতে ঢুকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের পাকুরতলাপল্লিতে। ঘটনার পর ওই দুষ্কৃতীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ধৃত ওই দু’জনের বাড়ি লালগোলা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল দশটা নাগাদ স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ গোস্বামী বাড়িতে তালা দিয়ে পাড়াতেই আড্ডা দিচ্ছিলেন। সেই সময় ওই দুই দুষ্কৃতী তালা ভেঙে বাড়িতে ঢোকে। বিশ্বনাথবাবু বলেন, ‘‘বাড়িতে রান্নার গ্যাস দিতে আসছিলেন এক যুবক। তাঁকে দেখতে পেয়ে আমিও বাড়ি যাই। সদর দরজার তালা খুলতেই দেখি বাড়ির মধ্যে দুটি ঘরেরই তালা ভাঙা। ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হঠাৎ দেখি ঘরের মধ্যে দু’জন রয়েছে। কোনও কিছু না ভেবে ঘরের শিকল তুলে দিয়ে লোকজন ডাকি।” পরে লোকজন এসে ওই দুই দুষ্কৃতীকে ধরে ফেলে। তাদের কাছ থেকে বিশ্বনাথবাবুর বাড়ি থেকে চুরি করা সোনার গহনা ও টাকা উদ্ধার করা হয়। গত দু’মাস থেকে শহরে এই ধরণের চুরির ঘটনা ক্রমশ বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দিন দশেক আগে শহরের ফাঁসিতলাপল্লিতে সাতসকালে বাড়িতে ঢুকে ছিয়াশি বছরের এক বৃদ্ধার হাত, মুখ বেঁধে, গলায় ছুরি ঠেকিয়ে নগদ ও সোনার গহনা মিলিয়ে প্রায় ১৮ লক্ষ টাকা লুঠ করে পালায় এক দুষ্কৃতী। সেই ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। তার রেশ কাটতে না কাটতে ফের বিশ্বনাথবাবুর বাড়িতে সকালে চুরির ঘটনায় শহর জুড়ে আরও আতঙ্ক ছড়িয়েছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু গয়না উদ্ধার করা হয়েছে। এরা অন্য কোনও চুরির সঙ্গে জড়িত কী না তা খতিয়ে দেখা হচ্ছে।”

শান্তি বৈঠক
রাজনৈতিক হিংসার জেরে ঘরছাড়াদের ফেরাতে উদ্যোগী হল জেলা প্রশাসন। চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনের সময় খুন হয়েছিলেন এলাকার সিপিএমের দুই কর্মী। অভিযোগ ছিল, এই ঘটনায় জড়িত রয়েছেন কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। এরপর থেকে কংগ্রেস সমর্থকদের ৭০টি পরিবার আতঙ্কে গ্রামছাড়া। নির্বাচন মিটে যাওয়ার পর দু’একটি পরিবার গ্রামে ফেরার চেষ্টা করেছিল। কিন্তু তাদের ফিরতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। সোমবারও কয়েকটি পরিবার গ্রামে ফিরলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই প্রশাসন সিধান্ত নেয় যে মঙ্গলবার পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় একটি সর্ব দলীয় বৈঠক ডাকা হবে। বেলডাঙা-২ ব্লকের বিডিও অরিজিৎ মুখোপাধ্যায় বলেন, “ওই বৈঠকের পর আশা করছি সমস্যা মিটে যাবে।”

দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মাসুম শেখ (১৯) নামে যুবকের। রবিবার রাতে কান্দির হাটপাড়ার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মাসুম। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই ট্রাকটি ধাক্কা মেরেছিল ওই যুবককে। গড়িটিকে আটক করা হলেও চালক পলাতক। অন্য দিকে নদিয়ায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম ছবি বিবি (৪০)। বাড়ি চাপড়ার বড় আন্দুলিয়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ছেলের বাইকের পিছনে বসে নতুনগ্রামে যাচ্ছিলেন ওই মহিলা। আচমকা তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। সেই সময় পিছন দিক থেকে আসা একটি লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লরি-সহ চালক পলাতক।

শো-কজ অজয়কে
আগেই সাসপেন্ড করেছিল প্রদেশ কংগ্রেস। এ বার কংগ্রেসের পরিষদীয় দলও শো-কজ করল শান্তিপুরের বিধায়ক অজয় দে-কে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেও তা অজয়বাবু সরকারি ভাবে এখনও কংগ্রেস পরিষদীয় দলকে জানাননি বলে অভিযোগ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.